স্কুবা ডাইভিং করতে গিয়ে মৃত্যু হয়েছে জ়ুবিন গার্গের। গত ১৯ সেপ্টেম্বর এই খবরে শোকস্তব্ধ দেশ। সিঙ্গাপুরে উত্তর-পূর্ব ভারত উৎসব-এর সাংস্কৃতিক দূত হিসাবে গিয়েছিলেন তিনি। প্রাথমিক তদন্ত এবং সিঙ্গাপুর সরকারের ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, জলের নীচে শ্বাসকষ্টই তাঁর মৃত্যুর কারণ।
যদিও অসমবাসী এই তথ্য মানতে নারাজ। খবর, ইতিমধ্যেই প্রয়াত গায়কের আপ্তসহায়ক সিদ্ধার্থ শর্মা এবং উত্তর-পূর্ব ভারত উৎসব-এর আয়োজক শ্যামকানু মহন্ত-সহ অন্যদের বিরুদ্ধে প্রশাসনের কাছে ৪০টিরও বেশি অভিযোগ জমা পড়েছে। অসমের বিভিন্ন থানায় মহন্ত এবং শর্মার বিরুদ্ধে অব্যবস্থাপনা এবং অবহেলার অভিযোগ আনা হয়েছে। এ বার সেই তালিকায় গার্গ পরিবারও। প্রয়াত গার্গের স্ত্রী গরিমা সাইকীয়া গার্গ, বোন পালমি বরঠাকুর এবং কাকা মনোজ বরঠাকুর সিআইডি-র কাছে একটি অভিযোগপত্র জমা দিয়েছেন। তাতে তাঁরা বলেছেন, “সিঙ্গাপুরে উৎসবে যোগ দিতে যাওয়া পুরো দলকে জিজ্ঞাসাবাদ করা হোক।”
কাকা মনোজ বরঠাকুর পরে সংবাদমাধ্যমকে বলেছেন, “আমরা সিঙ্গাপুরে সফররত পুরো টিমকে জিজ্ঞাসাবাদের জন্য অনুরোধ করেছি। এই তালিকায় শ্যামকানু মহন্ত, সিদ্ধার্থ শর্মা এবং ঘটনার সময় উপস্থিত সিঙ্গাপুরের লোকজনও রয়েছেন। পরিস্থিতি বুঝে আমরা তিনজনেই নিজস্ব অভিযোগ দায়ের করতে বাধ্য হয়েছি।”
গার্গ পরিবারের সদস্যেরা গায়কের মৃত্যুর সঠিক কারণ জানতে চাইছেন, এই খবর ছড়ানোমাত্র নতুন করে দানা বেঁধেছে রহস্য। তা হলে কি স্কুবা ডাইভিং প্রাণ কাড়েনি গায়কের? অবহেলায় মৃত্যু হয়েছে তাঁর? জন্ম নিচ্ছে এমন প্রশ্নও।
জ়ুবিন গার্গের মৃত্যুরহস্য সমাধানের জন্য গঠিত সিট-এর নেতৃত্বদানকারী ডিজিপি এম পি গুপ্ত এ প্রসঙ্গে বলেছেন, “ঘটনার সঙ্গে জড়িত বিভিন্ন দিক এবং জমা পড়া অভিযোগ নিয়ে সিআইডি তদন্ত করছে। অভিযুক্তদের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। সবটাই আমরা খতিয়ে দেখছি।”