হিন্দি ধারাবাহিকে কাল্ট হয়ে রয়েছে স্মৃতি ইরানি অভিনীত ধারাবাহিক ‘কিউকি সাস ভি কভি বহু থি’। ২০ বছর পার করল সেই ধারাবাহিক। প্রথম দিনের শুটের ছবি শেয়ার করে নস্টালজিক স্মৃতি ইরানি। অথচ শুনলে অবাক হবেন, তাঁর অভিনয় দেখে নাকি পরিচালক প্রথম দিন স্মৃতিকে বলেছিলেন, এই সিরিয়াল ফ্লপ হবে। জবাবে কী বলেছিলেন স্মৃতি?
তাঁর কথায়, ‘‘বছর কুড়ি আগে শুরু হয়েছিল এই জার্নি। এখনও মনে পড়ে, একতাকে ফোন করে শুটিং ফ্লোরে ডেকে পরিচালক বলেছিলেন, এই প্রজেক্ট ফ্লপ হবে। যে মেয়েটি তুলসীর চরিত্রে রয়েছে তার চরিত্রটা ফুটিয়ে তোলার ক্ষমতাই নেই।আমি একতাকে একটা কথাই বলেছিলাম আমায় যে ভাবে চরিত্রটি করার কথা বলা হচ্ছে তার বদলে আমি কি নিজের মতো করে চরিত্রটি করতে পারি প্লিজ?’’
একতা শুনেছিলেন। আর স্মৃতিও জমিয়ে খেলেছিলেন ফ্লোরে। ৮ বছর ধরে, ১৮৩৩টা এপিসোড পার করা মুখের কথা নয়। জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিল সেই ধারাবাহিক। স্মৃতি ওরফে তুলসী রাতারাতি হয়ে গিয়েছিলেন মা-কাকিমার ঘরের মেয়ে। প্রযোজক একতা কপূরের কেরিয়ারেও ওই সিরিয়াল এনেছিল ঐতিহাসিক বদল। সে কথা মনে করেই একতা বললেন, ‘‘এখনও মনে আছে গুজরাতে যে বার ভূমিকম্প হল, মানুষ কিন্তু তখনও, অত অসুবিধের মধ্যেও সিরিয়ালটি দেখতেন।’’