Advertisement
E-Paper

‘চারটে পুরুষের সঙ্গে দাঁড়িয়ে অন্তর্বাসের বিজ্ঞাপন, আপত্তি আছে’ কাজ হাতছাড়া, কেন সিদ্ধান্তে অনড় স্মৃতি?

একাধিক পানীয়, অন্তর্বাস ও পানমশলার বিজ্ঞাপনের প্রস্তাব পান। পারিশ্রমিক ছিল সিরিয়ালের তুলনায় দশ গুণ বেশি, তবু হেলায় ফিরিয়ে দেন স্মৃতি ইরানি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ জুলাই ২০২৫ ২১:১২
Smriti Irani Refused pan masala Inner wear advertisement even though it\\\\\\\'s ten tim much paid

কী কারণে কাজের প্রস্তাব ফিরিয়ে দিতেন স্মৃতি? ছবি: সংগৃহীত।

একতা কপূরের ‘কিঁউ কি সাস ভি কভি বহু থি’ সিরিয়ালে মুখ্য চরিত্রে অভিনয় করে প্রচারের আলোয় এসেছিলেন ছোট পর্দার ‘তুলসী’। রাতারাতি তাঁর জনপ্রিয়তা যেন আকাশ ছুঁয়ে ফেলে। সেই সময় একাধিক পানীয়, অন্তর্বাস ও পানমশলার বিজ্ঞাপনের প্রস্তাব পান। পারিশ্রমিক ছিল সিরিয়ালের তুলনায় দশগুণ বেশি, তবু হেলায় ফিরিয়ে দেন স্মৃতি। ইরানি। যখন ধারাবাহিক শুরু করেন তখন ১৭০০ টাকা দিনে পেতেন। যদিও যখন ধারাবাহিক ছাড়েন সেই সময় তিনি ভারতীয় টেলিভিশনের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রী। কিন্তু কোন কারণে এত বিপুল অর্থের হাতছানি পত্রপাঠ বিদায় করেন স্মৃতি?

‘কিঁউ কি সাস ভি কভি বহু থি’-র আগেই অভিনেত্রী বিয়ে করেন জুবিন ইরানিকে। সেই সময় অর্থনৈতিক সচ্ছলতা একেবারেই ছিল না। ধারাবাহিক চলাকালীন মা হওয়ার সিদ্ধান্ত নেন তিনি। যখন কাজ করা শুরু করেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে পড়ে ছিল ২০ হাজার টাকা। তার উপর ছিল প্রায় ৩০ লাখ টাকার গৃহঋণ। ঠিক সেই সময় সুযোগ আসে একতার সিরিয়ালে। যদিও পরে স্মৃতি অভিযোগ করেন, যত টাকা পারিশ্রমিক পাওয়া উচিত ছিল, তার অর্ধেকও পাননি। এমন এক সময় একাধিক পানমশলা, অন্তর্বাসের বিজ্ঞাপনের সুযোগ আসে স্মৃতির কাছে। কিন্তু টাকার প্রলোভনে কখনও পা দেননি। স্মৃতির সাফ কথা, ‘‘চারটে পুরুষের সঙ্গে

দাঁড়িয়ে অন্তর্বাসের বিজ্ঞাপন করতে পারব না।’’ এর কারণ হিসেবে স্মৃতি বাখ্যা করে বলেন, ‘‘আমাকে কত পরিবারের বয়স্করা, বাচ্চারা দেখেন। সেই সময় যদি হঠাৎ আমি এই ধরনের পণ্য বিক্রি করি, তা হলে তাঁদের ভাবাবেগে আঘাত দেওয়া হত। তাই সেই সময় একাধিক বিজ্ঞাপনের প্রস্তাব নাকচ করতে শুরু করি। এছাড়াও আমি এমন কিছু করতে চাইনি, যার ফলে আমার পরিবার ও বিজেপির কর্মীরা বিব্রত বোধ করবে।’’

Smriti Irani Kyunki Saas Bhi Kabhi Bahu Thi
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy