স্মৃতি মন্ধানা ও পলাশ মুচ্ছলের বিয়ের কাহিনি যেন হার মানাবে সিনেমার চিত্রনাট্যকে। স্মৃতির বাবা অসুস্থ হয়ে পড়ায় গায়েহলুদ হওয়ার পরেও স্থগিত হয়ে যায় বিয়ে। এর পরে শুরু হয় একাধিক জল্পনা। পলাশের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ওঠে। গোটা ঘটনার দিন ছয়েক পরে সামনে এল নতুন তথ্য। অভিমান ভুলে পলাশের কাছাকাছি স্মৃতি! শেষপর্যন্ত বিয়েটা করছেন তাঁরা। তাঁদের বিয়ের দিনক্ষণ নিয়ে কী বললেন স্মৃতির ভাই শ্রবণ মন্ধানা?
আরও পড়ুন:
কথা ছিল, ২৩ নভেম্বর বিয়ে হবে স্মৃতি-পলাশের। কিন্তু স্মৃতির বাড়ি সাঙ্গলী গিয়ে ফের ফিরে যেতে হয় পাত্রপক্ষকে। জানা যায়, স্মৃতির বাবা নাকি অসুস্থ হয়ে পড়েন আচমকা। তাই বিয়ে স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় পরিবার। যদিও মাঝে জল অনেক দূর গড়ায়। স্মৃতির হবু স্বামী পলাশকে নিয়ে একের পর এক পুরনো খবর আসতে থাকে একাধিক মহিলার তরফে। শোনা যায়, স্মৃতির ভাই ও তাঁর সতীর্থেরা পর্যন্ত পলাশকে তাঁদের সমাজমাধ্যম থেকে সরিয়ে দেন। যুগলের মধ্যে সম্পর্ক ভেঙে যাওয়ার খবরও ছড়ায়।
এমন অবস্থায় একটি পোস্ট ভাইরাল হয় সমাজমাধ্যমে। সেখানে বলা হয়েছে, আগামী ৭ ডিসেম্বর বিয়ে করতে চলেছেন স্মৃতি ও পলাশ। এমনকি, পলাশের বিরুদ্ধে সব অভিযোগ মিথ্যা, এমন দাবিও করা হয়। যদিও এই প্রসঙ্গে স্মৃতির ভাই শ্রবণ বলেন, ‘‘বিয়ের তারিখ নিয়ে কোনও তথ্য আমি জানি না। বিয়ে আপাতত স্থগিত রয়েছে বলেই আমি জানি।’’
সোমবারই বাবা-মায়ের সঙ্গে মুম্বই বিমানবন্দরে দেখা যায় পলাশকে। অনেকেরই ধারণা, আগের বার বিয়ের আগে এমন কাণ্ড ঘটেছে। এ বার হয়তো যদি কোনও সিদ্ধান্ত নেন, সে ক্ষেত্রে বাড়তি সর্তক থাকবেন তিনি।