Advertisement
E-Paper

৪ ডিসেম্বরেই এক হবে চার হাত, নাগা-শোভিতার বিয়ের আমন্ত্রণপত্র প্রকাশ্যে, কী জানা গেল?

২০১৭ সালে গাঁটছড়া বাঁধেন নাগা চৈতন্য এবং সামান্থা। দীর্ঘ চার বছর একসঙ্গে থাকার পরে বিচ্ছেদের পথে হাঁটেন তাঁরা। তার পর নাগার জীবনে আসেন শোভিতা ধুলিপালা।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০২৪ ১৩:৩৪
image of Sobhita Dhulipala and Naga Chaitanya

শোভিতা ধুলিপালা এবং নাগা চৈতন্য। ছবি: সংগৃহীত।

তাঁদের বাগ্‌দানের ছবি আগেই দেখেছেন অনুরাগীরা। জানা গিয়েছিল, আগামী ৪ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়তে চলেছেন দক্ষিণী তারকা নাগা চৈতন্য এবং শোভিতা ধুলিপালা। এ বার হবু দম্পতির বিয়ের কার্ডের ঝলক ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। সেই সঙ্গে তাঁরা যে পূর্বনির্ধারিত দিনেই নতুন জীবন শুরু করতে চলেছেন, সেই খবরেও সিলমোহর পড়ল।

সমাজমাধ্যমে শোভিতা এবং নাগার বিয়ের অনুষ্ঠানের আমন্ত্রণপত্রের ছবি ছড়িয়ে পড়েছে। সেখানে দুই পরিবারের তরফে অভ্যাগতদের আমন্ত্রণ জানানো হয়েছে। লেখা হয়েছে, ‘‘আমরা আপনাদের শুভেচ্ছা এবং আশীর্বাদের অপেক্ষায় থাকব।’’ যাঁদের কাছে কার্ড পাঠানো হয়েছে, সঙ্গে বেশ কিছু উপহারও রয়েছে। তার মধ্যে অন্যতম হল, ফুল এবং শাড়ি।

শোনা যাচ্ছে, হায়দরাবাদের অন্নপূর্ণা স্টুডিয়োয় বসছে নাগা-শোভিতার বিয়ের আসর। তবে এই খবরে এখনও কোনো সিলমোহর পড়েনি। দিন কয়েক আগে প্রাক্-বিবাহ অনুষ্ঠান শুরু হয়েছে শোভিতার বাড়িতে। সেই নিয়ে ব্যস্ততা ধূ্লিপালা ও আক্কিনেনি পরিবারে।

গত ৮ অগস্ট হায়দরাবাদে যখন দুই তারকার বাগ্‌দান সম্পন্ন হয়, তার আগে কাকপক্ষীতেও টের পায়নি! এ বার বিয়ে। খবর, রাজস্থানের জয়পুরে ডেস্টিনেশন ওয়েডিং করতে চলেছেন তাঁরা। তবে আক্কিনেনিদের পারিবারিক অন্নপূর্ণা স্টুডিয়োতেও নাকি বেশ কিছু আয়োজন করা হচ্ছে। শোনা যাচ্ছে, সেখানেও মণ্ডপ বাঁধার কাজ চলছে। প্রায় ২২ একর জায়গা নিয়ে তৈরি এই স্টুডিয়ো অবস্থিত বানজারা হিল্‌সে। ৬০টিরও বেশি ছবির শুটিং হয়েছে সেখানে। তা হলে কি সিনেমার সেটেই বিয়ে সারবেন নাগা-শোভিতা? এ সব নিয়ে জল্পনা জোরদার।

২০১৫ সাল থেকে নাগা চৈতন্যের সঙ্গে সম্পর্কে জড়ান সামান্থা। ২০১৭ সালে গাঁটছড়া বাঁধেন দু’জনে। দীর্ঘ চার বছর একসঙ্গে থাকার পরে বিচ্ছেদের পথে হাঁটেন তাঁরা। শোনা যায়, বিচ্ছেদ ঘোষণার কয়েক মাস আগেও নাগার সঙ্গে পরিবার কল্পনা করছিলেন সামান্থা। কিন্তু সম্পর্কে থাকাকালীনই নাগার জীবনে আসেন শোভিতা। সামান্থার সঙ্গে বিচ্ছেদ হওয়ার পরে শোভিতাকে নিয়ে জল্পনা চলছিল ঠিকই,তবে নাগা বা শোভিতা, কেউই বিষয়টি নিয়ে মুখ খোলেননি। অবশেষেগত অগস্ট মাসেতাঁরা বাগ্‌দান সারেন।

Naga Chaitanya Sobhita Dhulipala Bollywood News South Actors Celebrity Marriages
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy