সাল ২০২১ আর সাল ২০২২। আসমান-জমিন ফারাক সোহিনী সরকারের জীবনে।
গত মাসেও তিনি আকণ্ঠ ডুবে ছিলেন রণজয় বিষ্ণুতে। সোমবার রাতে হঠাৎ তাঁর ইনস্টাগ্রাম স্টোরি দেখে গুঞ্জন। প্রেমে নেই যুগলে। আনন্দবাজার অনলাইন যোগাযোগ করার চেষ্টা করেছিল সোহিনীর সঙ্গে। তিনি অধরা। রণজয় বিষ্ণু ‘প্রেম আছে’ বলে এড়িয়ে গিয়েছেন। অবশেষে সমস্ত জল্পনা সত্যি। মঙ্গলবার রাতে সোহিনী আবারও সরব সোশ্যাল মিডিয়ায়। আবারও এক বার জানিয়েছেন, ‘‘আমি একা। এবং একাকীত্বের প্রতিটা মুহূর্ত দারুণ উপভোগ করছি।’’