Advertisement
২৫ সেপ্টেম্বর ২০২৩
Sohini Sarkar

Sohini Srakar: স্নানপোশাকে ‘সাহসী’ সোহিনী, প্রেমিকার অচেনা রূপ রণজয়ের লেন্সবন্দি

মুখে সেই চেনা হাসি। জলে ভেজা এলোমেলো চুল। সাহসী স্নান পোশাকে ধরা অনেক রং।

অন্য মেজাজে সোহিনী।

অন্য মেজাজে সোহিনী।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২১ ১৫:৫০
Share: Save:

পর্দায় এ যাবৎ তিনি পাশের বাড়ির মেয়ে। আটপৌরে সাবেক শাড়ি আর এক ঢাল খোলা চুলে কখনও তিনি ‘সত্যবতী’। কখনও বা রঙিন কুর্তি, বেপরোয়া জিনস-টপে ‘বিবাহ ডায়েরিজ’-এর ‘রয়না’। সোহিনী সরকারকে দর্শক চিনেছেন এ ভাবেই। রবিবাসরীয় মেজাজে সেই মেয়েই বদলে গেল বিলকুল!

ভেজা স্নানপোশাক জড়িয়ে এক মুঠো রং। তার খাঁজেখোঁজে সাহসী ইশারা। এলোমেলো চুল। প্রসাধনীর লেশমাত্র নেই মুখে। শুধু উজ্জ্বল লাল লিপস্টিকেই মোহময়ী। অচেনা সাজে, চেনা হাসিতে তাক লাগালেন কন্যে। ভালবাসার চোখে তাঁকে লেন্সবন্দি করলেন প্রেমিক রণজয় বিষ্ণু।

দু’জনেই ব্যস্ত। স্টুডিয়োপাড়ার ‘লাইট-ক্যামেরা-অ্যাকশন’-এ মোড়া দিনযাপন। তারই ফাঁকেফোঁকরে দু’জনে সময় কাটান একান্তে। কখনও পাহাড়, কখনও চেনা কলকাতার পথঘাটেই নতুন করে ডানা মেলে প্রেম। রবিবারও সাক্ষী রইল খোলা আকাশ আর একরাশ নীল জল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE