বলিউড বলতেই আজ সবার আগে উঠে আসে শাহরুখ খানের নাম। আবিশ্ব ছড়িয়ে তাঁর অনুরাগী। গোটা একটা প্রজন্ম তাঁর থেকে শিখেছে ‘প্রেমের ভাষা’। সেই শাহরুখকেই নাকি বলিউডে আসার আগে সাবধান করা হয়েছিল। বলিউড মোটেই ভাল জায়গা নয়, এমন সাবধানবার্তা এসেছিল তাঁর কাছে। বলিউডে আদৌ তিনি নিজের জায়গা তৈরি করে নিতে পারবেন কি না, তা নিয়েও সন্দেহ প্রকাশ করা হয়েছিল।
বলিউডে পা রাখার আগে ছোট পর্দায় কাজ করতেন তিনি। ‘ফৌজি’ নামে এক ধারাবাহিকে তৈরি করেছিলেন নিজস্ব পরিচিতি। কিন্তু তার পরেও তাঁকে বলিউডে আসতে নিষেধ করা হয়েছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে নবজোৎ সিংহ সিধু জানিয়েছেন, শাহরুখ মুম্বইয়ে আসার আগে একবার লখনউয়ে তাঁর সঙ্গে দেখা করেছিলেন।
সিধুকে দেখে শাহরুখ এসে বলেছিলেন, “স্যর, আমি আপনার ব়ড় ভক্ত।” ক্রিকেটতারকা শাহরুখকে পাল্টা বলেছিলেন, “আমরাও তোমাকে রোজ দেখি। আমরা ‘ফৌজি’তে শুধু তোমাকে দেখব বলে টিভি চালাই।” এই শুনে নাকি শাহরুখ খুব খুশি হয়েছিলেন।
“ভবিষ্যৎ নিয়ে তোমার কী পরিকল্পনা?” শাহরুখকে প্রশ্ন করেছিলেন সিধু। উত্তরে বলিউডের ‘বাদশা’ বলেছিলেন, ‘‘আমি বলিউডে যেতে চাই।’’ তখন সিধু তাঁকে বলেন, “তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে? মুম্বই গেলে তো ওখানে তোমার সঙ্গে কাউকে লাগবে। তোমার পাশে ওখানে কে থাকবে? তোমার বাবা-মা তো ওখানে থাকেন না।” সিধুর উদ্বেগ শুনে শাহরুখ শান্ত কণ্ঠে বলেছিলেন, “চিন্তা করবেন না। আমি সবটা সামলে নেব।”
সিধু তার পরেও বলেছিলেন, “ভুলেও বলিউডে যেয়ো না। এখানে সাংঘাতিক রকমের প্রতিযোগিতা। তোমাকে প্রাতরাশের মাংসের মতো খেয়ে ফেলবে।” এই শুনেও ভয় পাননি শাহরুখ। উল্টে তিনি বলেছিলেন, “একটা কথা বলছি। আমি কারও সঙ্গে প্রতিযোগিতায় জড়াই না। আমার সবচেয়ে বড় প্রতিযোগী আমি নিজেই।”