Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Sona Mohapatra

‘যৌনকর্মীর মতো পোশাক পরো আবার #মিটু নিয়ে সরব হও’, জবাবে সমালোচকদের একহাত নিলেন সোনা

ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গেই সোনার সেই পোস্টে কেউ লেখেন, ‘জামা পরে নিন, নয়ত অনু মালিক চলে আসবে’। কেউ বা আবার লেখেন, ‘#মিটু নিয়ে সোচ্চার হও আবার নিজেই স্বল্প পোশাক পরে ঘুরে বেড়াও!’ শুধু মনোকিনি পরার জন্যই নয়, সোনার শরীরের আকার, গঠন নিয়েও আসতে থাকে একের পর এক খারাপ মন্তব্য। সোনার মতো ‘সিরিয়াস’ মানুষ কেন সুইমসুট পরবে সে প্রশ্নও তোলেন অনেকে।

সোনা। ছবি-টুইটার

সোনা। ছবি-টুইটার

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৯ ১৭:২৫
Share: Save:

কালো মনোকিনিতে বিচের ধারে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন গায়িকা সোনা মহাপাত্র। ক্যাপশনে লিখেছিলেন, ‘ওয়াইল্ড অ্যান্ড ওয়ানটন, ২০২০ হিয়ার আই কাম’। আর তাতেই পোশাক নিয়ে সোনার দিকে উড়ে এল নানা কুরুচিকর মন্তব্য, ট্রোলিং। জবাবে সমালোচকদের অভিনব উপায়ে কড়া বার্তা দিলেন সাহসী গায়িকা।

ঠিক কী হয়েছিল?

ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গেই সোনার সেই পোস্টে কেউ লেখেন, ‘জামা পরে নিন, নয়ত অনু মালিক চলে আসবে’। কেউ বা আবার লেখেন, ‘#মিটু নিয়ে সোচ্চার হও আবার নিজেই স্বল্প পোশাক পরে ঘুরে বেড়াও!’ শুধু মনোকিনি পরার জন্যই নয়, সোনার শরীরের আকার, গঠন নিয়েও আসতে থাকে একের পর এক খারাপ মন্তব্য। সোনার মতো ‘সিরিয়াস’ মানুষ কেন সুইমসুট পরবে সে প্রশ্নও তোলেন অনেকে।

জবাবে সোনা কী করলেন জানেন?

ব্ল্যাক মনোকিনিতে আরও নানা ধরনের পোজে একগুচ্ছ ছবি পোস্ট করে অভিনব কায়দায় প্রতিবাদ জানিয়ে সোনা লেখেন, “মনোকিনিতে ছবি পোস্ট করায় কেউ কেউ সেই পোশাককে ‘স্লাট ক্লোদ’ বলে উল্লেখ করেছেন। কেউ আবার বলেছেন, আমার মতো সিরিয়াস মানুষের নাকি এই ধরনের পোশাক পরা সাজেনা। বিশ্বাস করুন এ সব কথায় আমার কিচ্ছু যায় আসে না। ঠিক যেমন আমার নিজের ভুঁড়ি নিয়েও আমার কিচ্ছু যায় আসে না।”

আরও পড়ুন-আগেও করেছেন, আবারও কাজলের সঙ্গে একই ভাবে ‘বিশ্বাসঘাতকতা’ সইফের!

দেখুন কী ভাবে ট্রোলের উত্তর দিলেন সোনা

আরও পড়ুন- মধ্যরাতে ‘বিশেষ বন্ধু’র সঙ্গে জন্মদিন পালন অভিনেত্রী প্রিয়ঙ্কা সরকারের

সোনার ওই পোস্টে ভিড় করেছে হাজারও কমেন্ট। এই ভাবে সমালোচকদের ট্রোলের জবাব দেওয়ায় খুশি অনুরাগীরাও। সোনার মনোকিনি পরাকে সমর্থন জানিয়ে এক ভক্ত লেখেন, ‘উনি মনোকিনি পরুন, বিকিনি পরুন, যা ইচ্ছা তাই পরুন...তাই বলে উনি #মিটুর প্রতিবাদ করতে পারবেন না, যারা এই মানসিকতা নিয়ে ঘুরে বেড়ান তাঁদের প্রতি করুণা হয়।’আর একজনের মতে, ‘মনোকিনি পরলেই কোনও মহিলাকে ধর্ষণ করার অধিকার জন্মে যায় বলে যারা মনে করেন, তাদের ধিক্কার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE