ক্যানসার ধরা পড়েছে বলিউড অভিনেত্রী সোনালি বেন্দ্রের। নিউ ইয়র্কে চিকিৎসাধীন তিনি। মারণ রোগের সঙ্গে লড়াইয়ে হার মানতে নারাজ অভিনেত্রী। সাহসই তাঁর একমাত্র সম্বল। সে কথাই ফের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন।
‘আমি জানি, যদি ভয়কে প্রশ্রয় দিই, তা হলে আমার জার্নি শেষ হয়ে যাবে। ... আমি ভেবেছি আমি সুস্থ, আমি শক্তিশালী, আমি সাহসী। কোনও কিছুই আমাকে অদৃশ্য করতে পারবে না’ শেরিল স্ট্রেইড ওয়াইল্ডের এই উদ্ধৃতি শেয়ার করে অভিনেত্রী জানিয়েছেন এই ভাবনার শরিক তিনিও।
সোনালি লিখেছেন, ‘গত কয়েক মাস ধরে আমি কিছু ভাল দিন কাটিয়েছি, কিছু খারাপ। কোনও কোনও দিন এত যন্ত্রণা হত...। আমার মনে হত শারীরিক ব্যথা মানসিক ভাবেও দুর্বল করে দিত। অনেক খারাপ দিন কাটিয়েছি। নিজের সঙ্গে নিজের লড়াই চলত। কিন্তু কেমোথেরাপির পর, অপারেশনের পর ভাল দিন এসেছে।’