বেশ কয়েক মাস ধরে ক্যানসারে আক্রান্ত বলিউড অভিনেত্রী সোনালি বেন্দ্রে। তাঁর লড়াইয়ের জার্নি তিনি গোপন করেননি। বরং সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত নিজের আপডেট দিয়েছেন। কেমোথেরাপির পর চুল বিহীন মাথাতেও ছবি পোস্ট করেছেন। ফের প্রকাশ্যে এলেন নতুন লুকে।
নিউ ইয়র্কে চিকিত্সা চলছে সোনালির। সদ্য যে ছবিটি তিনি শেয়ার করেছেন সেখানে দেখা যাচ্ছে উইগ পরে রয়েছেন নায়িকা। তিনি লিখেছেন, ‘কখনও খুব খারাপ পরিস্থিতিতে দারুণ মানুষদের সঙ্গে দেখা হয়ে যায়। এমন কোনও আগন্তুক যে হঠাত্ই আসে এবং বন্ধু হয়ে যায়।...’
জনৈক হেয়ার স্টাইলিস্ট সোনালির জন্য বিভিন্ন রকম উইগ তৈরি করে দিয়েছেন। কোনওটা ছোট চুলের, কোনওটা বা বড়। সব ক’টি লুকই দারুণ পছন্দ হয়েছে অভিনেত্রীর। ওই হেয়ারস্টাইলিস্টকে সোনালি দেবদূত বলেও আখ্যা দিয়েছেন।