২০১৮-র জুলাইতে ক্যানসার ধরা পড়েছিল সোনালি বেন্দ্রের। প্রায় এক বছর চিকিত্সার পরে এখন অনেকটা সুস্থ তিনি। নিউ ইয়র্কে দীর্ঘ কয়েক মাস চিকিত্সার পর ফিরে এসেছেন মুম্বইতে। আপাতত অ্যাকোয়া থেরাপি চলছে তাঁর।
অ্যাকোয়া থেরাপির ভিডিয়ো সোশ্যাল ওয়ালে শেয়ার করেছেন সোনালি। সেখানে দেখা যাচ্ছে, ট্রেডমিলে হাঁটছেন, পায়ের বিভিন্ন ব্যায়াম করছেন নায়িকা। কিন্তু কোমরের নীচের অংশ রয়েছে জল ভরা একটি ট্যাঙ্কে।
সোনালি লিখেছেন, ‘সতর্কীকরণ: দেখতে সহজ মনে হলেও এটা কিন্তু একেবারেই সহজ নয়। আমার নতুন এই অ্যাকোয়া থেরাপি কিন্তু বেশ কঠিন…।’