ক্যানসারের সঙ্গে টানটান লড়াই। জিতে ফিরে এসেছেন সোনালি বেন্দ্রে। তবে একেবারে অন্য মানুষ হয়ে। নিজেই বলেন, ক্যানসারের আগে আর পরে অনেকটাই তফাত। এখনকার সোনালি মানসিক ভাবে অনেক বেশি শক্তিশালী, আত্মবিশ্বাসীও হয়ে উঠেছেন অনেকখানি। তবে লড়াইটা যে ছিল বড্ড কঠিন! সম্প্রতি এক সাক্ষাৎকারে ফেলে আসা দিনগুলো ফিরে দেখলেন অভিনেত্রী।
২০১৮-য় ধরা পড়েছিল প্রথম। শরীরের অনেকটা জুড়েই তখন বাসা বেঁধেছে মারণ রোগ। ভয়ে কাঁটা অভিনেত্রী বিদেশে চলে যান চিকিৎসা করাতে। সঙ্গে স্বামী গোল্ডি বহেল। তার পর অস্ত্রোপচার, রেডিয়েশন, কেমোথেরাপি, চেহারা পাল্টে যাওয়া। সবটাই লড়ে গিয়েছেন মনের জোরে!