শুক্রবার সকালে মুম্বই বিমানবন্দরে দেখা মেলে অভিনেত্রী সোনম বাজওয়ার। সমাজমাধ্যমে বিমানবন্দরে তাঁর পৌঁছোনোর একাধিক ছবি ও ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। তারই একটিতে দেখা গেল, ছবিশিকারিদের আবদারে খানিক বিরক্ত অভিনেত্রী। চিত্রগ্রাহকদের উদ্দেশে কী বলতে শোনা গেল তাঁকে?
যে ভিডিয়ো ছড়িয়ে পড়েছে, তাতে দেখা যাচ্ছে গাড়ি থেকে নেমে বিমানবন্দরের দিকে এগিয়ে যাচ্ছেন তিনি। সেখানেই ছবিশিকারিরা তাঁর কাছে ‘পোজ়’ দেওয়ার আবদার করেন। এর উত্তরে, খুব শান্ত অথচ দৃঢ় গলায় সোনম বলে ওঠেন, “সকাল ৭টার সময় আপনাদের কী ছবি দেব আমি?” অভিনেত্রীর মুখে রয়েছে মাস্ক। অভিব্যক্তি পুরোপুরি বোঝা যাচ্ছে না বাইরে থেকে। কিন্তু, লাগাতার ছবির আবদারে একটু হলেও যে বিরক্তবোধ করেছেন তিনি, তা কণ্ঠস্বরেই স্পষ্ট। তবে বিরক্তির বহিঃপ্রকাশে বাড়াবাড়ি করে ফেলেননি অভিনেত্রী। মাস্ক খোলেননি, দাঁড়াননি— যাওয়ার সময় ছবিশিকারিদের দিকে তাকিয়ে কেবল হাত নাড়িয়ে ঢুকে যান ভিতরে।
আরও পড়ুন:
কাজের ক্ষেত্রে আপাতত হর্ষবর্ধন রানের সঙ্গে জুটি বেঁধে শিরোনামে রয়েছেন তিনি। সম্প্রতি মুক্তি পেয়েছে ‘দিওয়ানে কি দিওয়ানিয়ত’। এই ছবি এখনও মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছে।