লাল ঘাগরা, সবুজ ব্লাউজ। সেজেছেন রানির মতো। করবা চৌথ-এর শেষ বেলায় ছবি দিলেন সোনম কপূর। সদ্য মা হওয়ার পরও রূপ তাঁর ফেটে পড়ছে। দেখে আপ্লুত অনুরাগীরা।
তবে ব্রত পালনের বাড়াবাড়িতে গেলেন না সোনম। উৎসবের নির্যাসটুকু গায়ে মেখে নিজের মতো করে আনন্দ করলেন। মাতলেন স্বামী আনন্দ অহুজার সঙ্গে। সিঁড়িতে দাঁড়িয়ে ক্যামেরায় পোজ দিলেন নতমুখী বধূবেশী অভিনেত্রী। একগুচ্ছ ছবি ভাইরাল নেটদুনিয়ায়। যার ক্যাপশনে সোনম লিখেছেন,
আরও পড়ুন:
‘‘আমার বর আবার করবা চৌথের ভক্ত নয়। টানা এক দিন উপোস করা পছন্দ করে না। ওর বক্তব্য, এক-আধ বেলা খাবার না খেয়ে থাকা যায়। এতটা সময় না খেয়ে থাকা স্বাস্থ্যের পক্ষে ভাল নয়। তাই আমি উপোস করি না। কিন্তু এমনিতে উৎসব আমার ভাল লাগে। আনন্দও পছন্দ করে আমেজটা। ঐতিহ্য, রীতিনীতি পুজো, এ সবের একটা ভাল দিক হল, পরিবারের সবাইকে একসঙ্গে পাওয়া যায়। উৎসব পালন একটা অজুহাতের মতো। আমার খুব ভাল লাগে যখন আমার মা নতুন জামা পরে সেজেগুজে এই ব্রত পালন করেন। আমিও তাতে মাতি, কিন্তু ওই সাজগোজ অবধিই। ওটাই মজা।’’
মা সুনীতা কপূরকে কুর্নিশ করেন সোনম। তাঁর উদ্দেশে আরও লেখেন, ‘‘মা তোমার প্রাণশক্তি, উদারতা আমায় মুগ্ধ করে। আমি যেন তোমার মতো হতে পারি।’’
১৩ অক্টোবর থেকে ১৪ অক্টোবর, দেশ জুড়ে করবা চৌথ পালনের ধুম নজরে আসছে। নতুন পোশাকে ঝলমলে ছবিতে ভরিয়ে দিয়েছেন বলি তারকারা। সোনমও বাদ গেলেন না। তবে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে এক দিন পর যে উপবাসভঙ্গের পালা হিন্দু বধূদের, সেই পথে গেলেন না তিনি। উৎসবের আনন্দ যে মনেই। স্বামীর মঙ্গল কামনা? তা-ও তাঁর নিজের মতোই।