কোভিড আক্রান্ত রোগীকে সুস্থ করে তোলার জন্য মরিয়া চেষ্টা করেছিলেন সোনু। তাও বাঁচাতে পারলেন না সেই ব্যক্তিকে। হতাশা গ্রাস করেছে অভিনেতাকে। ভেবে পাচ্ছেন না, সেই পরিবারকে মুখ দেখাবেন কী ভাবে? প্রতিশ্রুতি দিয়ে পূরণ করতে পারলেন না।
রবিবার রাতে টুইট করে অসহায়তার কথা জানালেন অভিনেতা সোনু সুদ। লিখলেন, ‘দিনে ১০ বার করে যোগাযোগ করছিলাম। রোগীকে বাঁচানোর চেষ্টা করছিলাম। সেই পরিবারের সঙ্গে আর যোগাযোগ করতে পারব না। মুখোমুখি দাঁড়াব কী করে? প্রতিশ্রুতি দিয়েছিলাম, তাঁদের কাছের মানুষকে বাঁচিয়ে তুলব’। তাঁর মনে হচ্ছে, তিনি যেন নিজের পরিবারের কাউকে হারালেন। অসহায় লাগছে তাঁর।