Advertisement
২৬ এপ্রিল ২০২৪

‘দেবতার গ্রাস’-এ এক সঙ্গে সৌমিত্র-নাসিরুদ্দিন

নাসিরুদ্দিনকে হোয়াটসঅ্যাপ মেসেজে ছবির প্রস্তাব দেন পরিচালক। সঙ্গে সঙ্গে তিনি ‘হ্যাঁ’ বলেন। নাসিরুদ্দিনের কথায়, ‘‘চিত্রনাট্য খুব বলিষ্ঠ। আর শৈবালকে অনেক দিন ধরেই চিনি।’’ সৌমিত্র জানিয়েছেন, এই ছবিতে কাজ করার জন্য তিনি ব্যাকুল হয়ে আছেন।

সৌমিত্র চট্টোপাধ্যায় (বাঁ দিকে) ও নাসিরুদ্দিন শাহ।

সৌমিত্র চট্টোপাধ্যায় (বাঁ দিকে) ও নাসিরুদ্দিন শাহ।

শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০১৯ ০০:০৩
Share: Save:

বাংলা ও হিন্দি ছবির দুই দিকপাল অভিনেতা এ বার এক ছবিতে! সৌমিত্র চট্টোপাধ্যায় ও নাসিরুদ্দিন শাহকে নিয়ে গল্প বুনেছেন পরিচালক শৈবাল মিত্র। ছবির নাম ‘দেবতার গ্রাস’। জেরোম লরেন্স ও রবার্ট ই লিয়ের লেখা আমেরিকান নাটক ‘ইনহেরিট দ্য উইন্ড’ অবলম্বনে ছবির গল্প। সমকালীন সময়ের অসহিষ্ণুতা, সাম্প্রদায়িকতা, ধর্ম নিয়ে বিদ্বেষ পরিচালককে অনেক দিন ধরে ভাবিয়েছে। সেই সময়ে তিনি ওই নাটকটি পড়েন। ওই নাটকের আধারে স্ট্যানলি ক্রেমারের ছবিটিও দেখেন। তাঁর মনে হয়, নাসিরুদ্দিন চরিত্রটির জন্য যথাযথ। কিন্তু অভিনেতা রাজি হবেন কি না, তা নিয়ে তাঁর মনে সংশয় ছিল।

নাসিরুদ্দিনকে হোয়াটসঅ্যাপ মেসেজে ছবির প্রস্তাব দেন পরিচালক। সঙ্গে সঙ্গে তিনি ‘হ্যাঁ’ বলেন। নাসিরুদ্দিনের কথায়, ‘‘চিত্রনাট্য খুব বলিষ্ঠ। আর শৈবালকে অনেক দিন ধরেই চিনি।’’ সৌমিত্র জানিয়েছেন, এই ছবিতে কাজ করার জন্য তিনি ব্যাকুল হয়ে আছেন।

হিল্লোলগঞ্জের প্রেক্ষাপটে ছবির গল্প সাজানো হয়েছে। সেখানকার এক প্রগতিশীল শিক্ষকের সঙ্গে ধর্ম ও রাজনীতির টানাপড়েন, স্বাধীন চিন্তার সঙ্গে মৌলবাদী চিন্তার দ্বন্দ্ব, মানুষের জনক ঈশ্বর না বিবর্তনবাদ... এমন নানাবিধ প্রশ্ন ও পাল্টা প্রশ্ন ঘিরে এগিয়েছে ছবির গল্প। চরিত্ররা বাংলা, ইংরেজি ও হিন্দি তিনটি ভাষায় কথা বলবে।

ছবিতে অভিনয় করছেন কৌশিক সেন, অনসূয়া মজুমদার, পার্থপ্রতিম মজুমদার, শুভ্রজিৎ দত্ত, অমৃতা চট্টোপাধ্যায় প্রমুখ। ছবিতে সঙ্গীতের দায়িত্বে রয়েছেন তেজেন্দ্রনারায়ণ মজুমদার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Naseeruddin Shah Soumitra Chatterjee Debotar Grash
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE