টলিউড ছেড়ে মুম্বই চলে গিয়েছিলেন অভিনেতা সৌপ্তিক চক্রবর্তী। সেখানেই তাঁর পরিচালনায় হাতেখড়ি। গত কয়েক বছর থিয়েটার পরিচালনার পরে দু’টি হিন্দি ওয়েব সিরিজ় ও একটি বাংলা ছবি পরিচালনা করতে চলেছেন অভিনেতা। বললেন, ‘‘পরিচালক হওয়ার ইচ্ছে অনেক দিনের। লন্ডনে কোর্সও করেছি। মুম্বই গিয়ে বিভিন্ন পরিচালকের সঙ্গে থেকে কাজ শিখেছি।’’
একটি সিরিজ় সাইকোলজিক্যাল থ্রিলার। উত্তরপ্রদেশের পটভূমিতে পুলিশি তদন্তের ঘটনা। প্রথমে পুলিশ অফিসারের চরিত্রে মনোজ বাজপেয়ী বা কে কে মেননের কথা ভাবা হয়েছিল। তবে এখনও কাস্টিং চূড়ান্ত নয়। ডিসেম্বর থেকে শুটিং শুরুর কথা। এটি শেষ হলেই তিনটি ভিন্ন ধরনের নারীচরিত্রকে কেন্দ্র করে আর একটি কমেডি-নির্ভর থ্রিলারের কাজ শুরু করবেন সৌপ্তিক। সিরিজ় দুটোর প্রযোজনাও করবেন তিনিই। রয়েছে ছবির কাজও। বাঙালিদের সে কাল ও এ কাল নিয়ে লকডাউনে গল্প লিখেছেন তিনি। আগামী বছরে প্রথম বাংলা ছবির শুটিং শুরু করার কথা তাঁর।