সৌরভ দাস আর দর্শনা বণিকের মধ্যে বিশেষ কিছু আছে? টলিপাড়া বলছে, গন্ধটা সত্যিই সন্দেহজনক।
এই নিয়ে তিনটি ছবিতে জুটি বেঁধে ফেললেন তাঁরা। ক্যামেরার সামনে দাঁড়ালেই নাকি জুটির চোখ-মুখ থেকে বাড়তি জৌলুস ঠিকরে পড়ে! ইতিমধ্যেই জুটির প্রথম কাজ ‘অল্প হলেও সত্যি’ দর্শক প্রশংসিত। সেই রেশ কাটার আগেই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে প্রীতম মুখোপাধ্যায়ের ‘রিষ’। এই ভৌতিক ছবিতে সৌরভ-দর্শনার বছর ছয়েকের এক মেয়েও রয়েছে। পয়লা বৈশাখের দিন ঘোষণা হল তাঁদের তৃতীয় ছবি ‘হৃদয়পুর’-এর কথা।
ছবিতে উলটে পালটে প্রেম করবেন নায়ক-নায়িকা। এর পরেও টালিগঞ্জ বলবে না, সৌরভ আর দর্শনার মধ্যে বিশেষ কিছু আছে! আনন্দবাজার অনলাইন এই প্রশ্ন রাখতেই এক বাক্যে সায় দিয়েছেন সৌরভও। তাঁর বক্তব্য, ‘‘দর্শনা কেন জানি বলতে চায় না, ওর প্রথম ছবির নায়ক আমি। ছোট পর্দাতেও এক সঙ্গে কাজ করেছি। আমার পরিচালনায় দর্শনা নায়িকার ভূমিকায় অভিনয় করেছে। ফলে, আমাদের মধ্যে যোগাযোগ কিন্তু রয়েই গিয়েছে।’’ সেটাই নাকি পোক্ত হয়েছে সৌম্যজিৎ আদকের ‘অল্প হলেও সত্যি’-তে। অভিনেতার কথায়, তিন মাথা এক মানেই বড় কিছু ঘটতে চলেছে।