চলতি বছরের শুরুর দিকে জীবনের উপর দিয়ে ঝড় বয়ে গিয়েছিল অভিনেতা সৌরভ দাসের। একটি ভিডিয়ো তাঁর জীবনের সংজ্ঞা পাল্টে দিয়েছিল। তাঁকে ও তাঁর বোনের সম্পর্ক নিয়ে সমালোচনা করা হয়েছিল। সেই ঘটনার পরে প্রথম বার নিজের বোনের সঙ্গে ছবি দিলেন সৌরভ।
সাদা-কালো ছবিতে দেখা যাচ্ছে, মা, বাবা ও বোনের সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন সৌরভ। বাবা ও মা সোফায় বসে। পিছনে বোনকে জড়িয়ে ধরে অভিনেতা। ছবির সঙ্গে লেখা, ‘অপরিবর্তনীয়, আর বাকি সব—’ অসম্পূর্ণ রেখেছেন কথাটা। নেটাগরিকরা যে যার মতো করে বুঝে নেবেন, তেমনই আশা করেছেন তিনি।