স্টেপ আউট করে তাঁর স্পিনারকে মারা ছয় গ্যালারিতে পৌঁছেছে বহু বার। কখনও বা তাঁর বাপি বাড়ি যা ম্যাজিকে মুগ্ধ হয়েছেন দর্শক। সেই চেনা পিচ ছেড়ে গত ছ’টি সিজন ধরে দাপটের সঙ্গে ‘দাদাগিরি’র মঞ্চেও ব্যাট করছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আগামী ১০ জুন থেকে শুরু হচ্ছে ‘দাদাগিরি সিজন সেভেন’। প্রতি শনি ও রবিবার রাত সাড়ে ন’টায় টেলিভিশনের পর্দায় দেখা যাবে এই রিয়ালিটি গেম শো।
আরও পড়ুন, ‘সংসার ছেড়ে চলে যাব ভেবেছিলাম’
এ বারও চেনা মেজাজে দাদা। ‘‘দাদাগিরি আমার চোখ খুলে দিয়েছে। ২০১৩-র পর থেকে খেলার মাঠের উত্তেজনাটা ট্রান্সফার হয়েছে এখানে। এখনও সেটে ঢুকলে একই রকম উত্তেজনা হয়। কত রকম মানুষ আসেন, তাঁদের কত রকম ট্যালেন্ট। দাদাগিরির সঙ্গে আমার ইমোশনাল কানেকশন’’ সাংবাদিক সম্মেলনে হাসিমুখে বললেন সৌরভ। শুরুর দিনটা কেমন ছিল? ব্যাট, বল ছেড়ে লাইট, ক্যামেরা, অ্যাকশনের দুনিয়ায় ‘দাদাগিরি’র প্রথম শুটিংয়ের অভিজ্ঞতা? সৌরভ শেয়ার করলেন, ‘‘প্রথম দিন শুটিং করে বাড়ি ফিরে বলেছিলাম, আমার দ্বারা হবে না বোধহয়, এক সপ্তাহ বাদে নতুন লোক নিয়ে নেবে ওরা। সেখান থেকে এত দিনের জার্নি…। আনবিলিভেবেল এক্সপিরিয়েন্স।’’