পশ্চিম মেদিনীপুর জেলার অনগ্রসর শ্রেণি ও আদিবাসী উন্নয়ন বিভাগে কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি জেলার প্রশাসনিক ওয়েবসাইটে এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ‘অফিস অফ দ্য প্রজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার’-এর তরফে এই নিয়োগ।
অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, অফিস অ্যাসিস্ট্যান্ট, পিয়ন এবং মেম্বার সেক্রেটারির জন্য পিএ নিয়োগ করা হবে। শূন্যপদ পাঁচটি। প্রতিটি পদে চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। সব ক’টি পদেই অবসরপ্রাপ্ত কর্মী নিয়োগ করা হবে। সরকারি চাকরির গ্রুপ এ, বি, সি এবং ডি পদ থেকে অবসর নিয়েছেন, এমন প্রার্থীরাই আবেদন করতে পারবেন। অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার প্রতি মাসে ১৫ হাজার টাকা বেতন পাবেন। পিয়নের বেতন হবে ৮ হাজার টাকা এবং অফিস অ্যাসিস্ট্যান্ট বেতন পাবেন ১০ হাজার টাকা।
আরও পড়ুন:
ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে কর্মী। ১৭ জানুয়ারি ২০২৬ সকাল ১২টা থেকে শুরু ইন্টাভিউ। ওই দিন সময়ের মধ্যে বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় পৌঁছে যেতে হবে প্রার্থীকে। কী কী নথি প্রয়োজন, তা জানতে প্রথমে পশ্চিম মেদিনীপুর জেলার প্রশাসনিক ওয়েবসাইটের ‘রিক্রুটমেন্ট’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখান থেকেই এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে।