Advertisement
১০ অক্টোবর ২০২৪
Dona Ganguly Facebook Hacked

সৌরভের স্ত্রী ডোনার সমাজমাধ্যম থেকে ভুয়ো মৃত্যুর খবর! কী পদক্ষেপ নৃত্যশিল্পীর?

ডোনা আনন্দবাজার অনলাইনকে হাসতে হাসতে জানালেন, তাঁকে সরাসরি বাগদাদে পাঠিয়ে দেওয়া হয়েছে!

ডোনা গঙ্গোপাধ্যায়।

ডোনা গঙ্গোপাধ্যায়। ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৪ ০১:০৪
Share: Save:

তিনি আর নেই। বাগদাদে পথদুর্ঘটনায় নাকি মৃত্যু হয়েছে তাঁর! সেই খবর জ্বলজ্বল করছে তাঁরই সমাজমাধ্যমে। শনিবার রাত ১২টার পরে এমনই ঘটেছে নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। বার্তা দেখে হতবাক তাঁর অনুরাগীরা। পুরোটাই যে সাইবার অপরাধ, বুঝতে সময় লেগেছে তাঁদের। তার পরেই সচকিত সবাই। বিষয়টি জানতে আনন্দবাজার অনলাইন যোগাযোগ করেছিল তাঁর সঙ্গে। ডোনা বলেন, "আমিও দেখেছি। আমার কাছে খবর এসেছে।" হাসতে হাসতে জানান, তাঁকে একেবারে বাগদাদে পৌঁছে দেওয়া হয়েছে!

ডোনা আরও বলেন, "সবাইকে জানিয়েছি, আপাতত আমার সমাজমাধ্যম থেকে কেউ যেন বন্ধুত্বের ডাকে সাড়া না দেন। আগামীকাল আমরা সাইবার অপরাধদমন শাখায় অভিযোগ জানাব। আশা, ওখান থেকে পদক্ষেপ করা হবে।"

অন্য বিষয়গুলি:

Dona Ganguly facebook hacked
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE