ধূপের ধোঁয়া, দীপের আলোয় আচ্ছন্ন নিউ থিয়েটার্স স্টুডিয়োর চার নম্বর ফ্লোর। বাইরে ঝমঝমে বৃষ্টি। তার মধ্যেই রথযাত্রার আয়োজন সারা। পরিবারের গিন্নির তত্ত্বাবধানে কীর্তন থেকে জগন্নাথ-বলরাম-সুভদ্রার মঙ্গলারতি, উদ্যাপনে কোনও খামতি নেই। স্টুডিয়োর এক পাশে সাজানো গোছানো রথ। আলোয়, ফুলে ঝলমল করছে সেট। সেখানেই হাজির স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিকের নায়ক-নায়িকারা। সেই শ্যুটে হাজির আনন্দবাজার অনলাইন। আপ্যায়নে ধারাবাহিক ‘আলতা ফড়িং’-এর কর্ত্রী ‘সুচিত্রা’ ওরফে তুলিকা বসু।
চওড়া লাল পাড় সাদা শাড়ি। পুজো উপলক্ষে আপাদমস্তক গয়নার সাজ। বনেদি গিন্নির মতোই তুলিকা এ দিন নিজে দাঁড়িয়ে তদারক করেছেন আয়োজনের। প্রথমে কীর্তন। তার পর তিন দেবতাকে ভোগ নিবেদন। পর্দায় নিজের পরিবারের পাশাপাশি উপস্থিত ধারাবাহিক ‘খুকুমণি হোম ডেলিভারি’র রাহুল মজুমদার-দীপান্বিতা রক্ষিত, ‘গ্রামের রানি বীণাপানি’র হানি বাফনা, ‘বৌমা একঘর’-এর সুস্মিতা দে প্রমুখ। ছিলেন ‘মহাপীঠ তারাপীঠ’ খ্যাত ‘তারা মা’ নবনীতা দাস। এবং শেষে মঙ্গলারতি। শ্যুটের ফাঁকেই ‘ফড়িং’ ওরফে খেয়ালি মণ্ডল এবং তাঁর পর্দার স্বামী ‘অভ্র’ অর্ণব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, যে কোনও বাঙালি পরিবার যে ভাবে রথযাত্রায় মেতে ওঠে সে ভাবেই মাতবে জলসা পরিবারও। রথের রশি টানবেন সবাই। পুজোর পরে ভোগ, পাঁপড়ভাজা, তেলেভাজা থাকবে সবার পাতে। বসবে গানবাজনার আসরও।