Advertisement
E-Paper

ছোটপর্দার নতুন মুখ পর্ণা! গুঞ্জন, ধারাবাহিকের জনপ্রিয় অভিনেতার সঙ্গে সম্পর্ক রয়েছে নায়িকার

সুশান্ত দাস আবার জনপ্রিয় মডেলকে ছোটপর্দায় আনছেন। খবর, নতুন ধারাবাহিকের শুটিং শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। জানেন কি নতুন নায়িকার মনের মানুষ কে?

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ জুলাই ২০২৫ ১৫:০১
Speculations are actor Arunava Dey is dating new actress Parna Chakraborty

কোন অভিনেতার সঙ্গে সম্পর্কে রয়েছেন অভিনেত্রী পর্ণা চক্রবর্তী? ছবি: সংগৃহীত।

ছোটপর্দায় আরও এক নতুন নায়িকার আগমন! সদ্য প্রকাশ্যে এসেছে সুশান্ত দাসের নতুন ধারাবাহিকের প্রচার ঝলক। নাম ‘কম্পাস’। এই কাহিনির মাধ্যমে অভিনয়জীবন শুরু করতে চলেছেন অভিনেত্রী পর্ণা চক্রবর্তী। তিনিও মডেলিং জগতের চেনা মুখ। তবে জানেন কি তাঁর আরও একটি পরিচয় আছে? শোনা যাচ্ছে, টেলিপাড়ার জনপ্রিয় অভিনেতার বান্ধবী পর্ণা। সূত্র বলছে, তাঁরা সম্পর্কে রয়েছেন। বিভিন্ন ধারাবাহিকের চেনা মুখ অভিনেতা অরুণাভ দে। স্টুডিয়োপাড়ার অন্দরের ফিসফাস, অনেক দিনই তাঁরা সম্পর্কে রয়েছেন। ইনস্টাগ্রামের পাতায় ঢুঁ দিলে পর্ণা এবং অরুণাভের অনেক ছবিই দেখা যাবে। যদিও সেখানে কখনও তাঁরা নিজেদের সম্পর্কের কথা ঘোষণা করেননি। তবে তাঁদের ঘনিষ্ঠদের দাবি, বহু দিন ধরেই তাঁরা সম্পর্কে রয়েছেন।

Speculations are actor Arunava Dey is dating new actress Parna Chakraborty

পর্ণা চক্রবর্তী এবং অরুণাভ দে। ছবি: সংগৃহীত।

উল্লেখ্য, টেলিপাড়ায় খবর, পর্ণা অভিনয় দুনিয়ায় একেবারে আনকোরা নন। এর আগে একাধিক মিউজ়িক ভিডিয়োয় কাজের অভিজ্ঞতা আছে তাঁর। সেই কারণেই নায়িকার ভূমিকায় তাঁকে বেছেছেন প্রযোজক। আরও জানা গিয়েছে, ধারাবাহিক শুরু হবে কলেজ ক্যাম্পাসের গল্প দিয়ে। যেখানে পর্ণার বিপরীতে ‘তোমাদের রানি’ ধারাবাহিকের নায়ক অর্কপ্রভ রায়। যদিও পরে সেই গল্প পারিবারিক গল্পই বলবে, এমনই শোনা যাচ্ছে। এই ধারাবাহিকে ‘বড় বৌ’-এর চরিত্রে অভিনয়ের মাধ্যমে আট মাস পরে ছোট পর্দায় ফিরছেন অন্বেষা রায় মুখোপাধ্যায়। তিনি ধারাবাহিক ‘সোহাগ চাঁদ’ ধারাবাহিকের নায়িকা ‘সোহাগ’ হিসাবে খ্যাত। ইতিমধ্যেই ধারাবাহিকের শুটিং শুরু হয়ে গিয়েছে। সেট পড়েছে স্টুডিয়োয়। অন্য দিকে, উত্তরবঙ্গের শৈলশহরে পুরোদমে শুট চলছে ধারাবাহিকের। সব ঠিক থাকলে চলতি মাসের শেষে অথবা আগামী মাসে ছোটপর্দায় সম্প্রচার শুরু হবে ‘কম্পাস’-এর।

Tollywood Gossip Model-Actress Love Relationship
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy