‘কথা’ ধারাবাহিক শেষ হয়েছে খুব বেশি দিন হয়নি। এর মধ্যেই এভি আর কথার নানা মুহূর্ত সমাজমাধ্যমের পাতায় ভাগ করে নিয়েছে তাঁদের অনুরাগীরা। শেষ দিনের শুটিংয়ে অভিনেত্রী সুস্মিতা দে কান্নায় ভেঙে পড়েছিলেন। সামলেছিলেন নায়ক সাহেব ভট্টাচার্য। শোনা যাচ্ছে ধারাবাহিক শেষ হতেই একসঙ্গে ঘুরতে গিয়েছেন তাঁরা।
ধারাবাহিক শুরু হওয়ার কিছু দিন পর থেকেই দর্শকমহলে আলোচনা শুরু হয়। শোনা যায়, সাহেব এবং সুস্মিতা প্রেম করছেন। বিভিন্ন অনুষ্ঠান হোক কিংবা ফিল্মি পার্টি— সর্বত্র তাঁদের একসঙ্গে দেখা যায়। তার পর থেকে অনেকে ধরেই নিয়েছেন, সাহেব এবং সুস্মিতা সম্পর্কে জড়িয়েছেন। সেই আলোচনা আরও তীব্র হয়েছে এ বার। সূত্র বলছে, শুটিং শেষ হতেই দু’জনে নিরিবিলিতে ছুটি কাটাতে গিয়েছেন।
যদিও নায়ক বা নায়িকার সমাজমাধ্যমে এমন কোনও মুহূর্তই দেখা যায়নি। সূত্র বলছে, সাহেবের পরিবারের সঙ্গেও সুস্মিতার ঘনিষ্ঠতা তৈরি হয়েছে। নায়কের ভাগ্নে খুবই খুশি হয়ে যায় সুস্মিতাকে দেখলে। শোনা যাচ্ছে, সম্পর্ক আরও গাঢ় হয়েছে তাঁদের। এখনও অবশ্য এই বিষয়ে দু’জনের কেউই মুখ খোলেননি। উল্লেখ্য, এর আগে অন্য একজনের সঙ্গে সম্পর্কে ছিলেন সুস্মিতা। শোনা যায়, ধারাবাহিক চলাকালীন তাঁদের প্রেম ভাঙে।