‘অনুরাগের ছোঁয়া’, ‘জগদ্ধাত্রী’র তালিকায় এ বার ‘ফুলকি’! একের পর এক ধারাবাহিক বন্ধের হিড়িক। তিনটি ধারাবাহিকই দু’বছর পার করেছে। যদিও এখন অল্প সময়ে ধারাবাহিক শেষ হওয়ার প্রবণতা তৈরি হয়েছে। তবে এ ক্ষেত্রে চিত্রটা অন্য। প্রায় আড়াই বছর সম্প্রচারের পর নাকি এই কাহিনি শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন চ্যানেল কর্তৃপক্ষ। কবে হবে শেষ দিনের শুটিং?
ধারাবাহিকের দুঁদে খলনায়ক সুদীপ সরকারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন, খবরটা ঠিক। তাঁকে সবাই রুদ্ররূপ সান্যাল বলেই চেনেন। আর ছোটপর্দায় দেখা যাবে না রুদ্ররূপকে। অভিনেতা বললেন, “এই ধারাবাহিকের সঙ্গে জড়িয়ে অনেক কিছু। ফুলকির শুটিংয়ের সময় বাবাকে হারিয়েছি। তেমনই মেয়ের বাবা হয়েছি। ফলে আরও বেশি মনের কাছের এই ধারাবাহিক।” একসঙ্গে কাজ করতে করতে সবাই পরিবারের মতো হয়ে গিয়েছেন। সূত্র বলছে, এই সপ্তাহেই হবে শেষ দিনের শুটিং।
প্রতি দিন প্রায় ১৪ ঘণ্টা ধরে ধারাবাহিকের শুটিং চলে। আর মাসে এক দিন ছুটি। ফলে সেটের সবাই একটা পরিবার হয়ে ওঠে। এ প্রসঙ্গে সুদীপ জানিয়েছেন, নিজের চরিত্র রুদ্ররূপ ছাড়াও তাঁর মনে পড়বে ধারাবাহিকের সকলের সঙ্গে কাটানো দিনগুলো। এর পরেও কি নেতিবাচক চরিত্রেই দেখা যাবে অভিনেতাকে? তা অবশ্য এখনই খোলসা করতে নারাজ সুদীপ।