একসঙ্গে মাঝে মাঝে দেখা যায়, গুঞ্জন ওঠে নানা। নায়ক-নায়িকা কি সম্পর্কে আছেন? বিয়ে করবেন? খোলা চোখে মনে হয়, দু’জনে নিজেদের পৃথক পথ বেছে নিয়েছেন। ইন্ডাস্ট্রির অন্দরেও তাঁদের সম্পর্ক নিয়ে প্রশ্ন ঘুরতে থাকে। মূলধারার বাণিজ্যিক ছবিতে তাঁদের যে খুব বেশি দেখা যায়, তা নয়। কিন্তু বক্সঅফিসে তাঁদের একের পর এক ছবি হিট। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা হোক তা একেবারেই পছন্দ নয় নায়িকার। অন্য দিকে বিবাহবিচ্ছিন্ন নায়কের সঙ্গে তাঁর সম্পর্ককে ঘিরে যা আলোচনা হয়েছে তা প্রায় সকলের জানা।
এ বার টলিপাড়ায় নতুন গুঞ্জন। তাঁরা নাকি আরও কাছাকাছি এসেছেন। শোনা যাচ্ছে, বিশেষ সময় কাটানোর জন্য সম্প্রতি আলাদা করে হোটেলের ঘরও বুক করেছিলেন তাঁরা।
টলিপাড়া— প্রেম গড়া বা প্রেম ভাঙা নিয়ে আলোচনার শেষ নেই। অভিনেতা অভিনেত্রীদের অনেকই ব্যক্তিগত জীবন আড়াল রাখতে পছন্দ করেন। কিন্তু দর্শকেরা নাছোড়বান্দা। তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে আগ্রহ খুব বেশি। সমাজমাধ্যমের পাতার দৌলতে খুব সহজেই প্রিয় তারকারা এখন হাতের নাগালে। অনেক সময় কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে এমন অনেক ছবি তৈরি হচ্ছে যা নিয়েও বিতর্কের শেষ নেই।