কিছু দিন আগে ‘আড়ি’ ছবির জন্য দু’জনে চুটিয়ে প্রচারপর্ব চালিয়েছেন। সম্পর্ক ধরে রাখার অনেক ধরনের টিপ্সও দিয়েছিলেন প্রবীণ অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়। এত কাণ্ডের পর টলিপাড়ার অন্দরে নতুন গুঞ্জন। শোনা যাচ্ছে, ভাঙনের পথে নুসরত জাহান এবং যশ দাশগুপ্তের সম্পর্ক! যদিও কিছু দিন আগে হাতে হাত ধরে ছবির প্রচারে দেখা গিয়েছিল।
বড় ছেলের সঙ্গে যশের ছবি। ছবি: ইনস্টাগ্রাম
কয়েক দিন কাটতে না কাটতেই কি তবে সব সমীকরণ উল্টেপাল্টে গেল? স্টুডিয়োপাড়ার ফিসফাস আরও বেড়েছে নায়কের নতুন পোস্ট দেখে। ইনস্টাগ্রামে একটি স্টোরি দিয়েছেন যশ। যে পোস্টের বাংলা অর্থ, “শেষে তোমার পাশে একমাত্র তুমিই থাকো।” এই লেখা অনেক কিছু ইঙ্গিত দেয়। কিন্তু আলোচনা আরও বেশি দানা বেঁধেছে নায়িকার ইনস্টাগ্রামের প্রোফাইল দেখার পরে।
যশের পোস্ট উস্কে দিল জল্পনা। ছবি: ইনস্টাগ্রাম
নায়ক-নায়িকা দু’জনেরই ‘ফলোয়ার’-এর সংখ্যা কম নয়। ইনস্টাগ্রামে নুসরতকে অনুসরণ করেন প্রায় ৩০ লক্ষেরও বেশি মানুষ। অন্য দিকে যশকে অনুসরণ করে প্রায় সাড়ে ১০ লক্ষ মানুষ। তাঁরাও আবার অনেককে অনুসরণ করেন। সেখানেই দেখা গিয়েছে বদল। অভিনেতা-অভিনেত্রী পরস্পরকে ‘আনফলো’ করেছেন ইনস্টাগ্রাম থেকে। তার পর থেকেই তাঁদের বিচ্ছেদের জল্পনা তুঙ্গে। এ দিনই নুসরত তাঁর ইনস্টাগ্রামে ছেলে ঈশানের ছবি পোস্ট করেছেন। অন্য দিকে যশ পোস্ট করেছেন তাঁর বড় ছেলের ছবি। যা উস্কে দিয়েছে যশ-নুসরতের বিচ্ছেদের জল্পনা।
ছেলে ঈশানের সঙ্গে ছবি পোস্ট করলেন নুসরত। ছবি: ইনস্টাগ্রাম।
যদিও নায়ক, নায়িকা এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি। তাঁদের সম্পর্কের শুরুতেও তৈরি হয়েছিল বিপুল বিতর্ক। নিখিল জৈনের সঙ্গে বিবাহবিচ্ছেদ থেকে সন্তানের জন্ম পর্যন্ত— একের পর এক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল যশ-নুসরতকে। আবারও বিতর্ক কোন দিকে মোড় নেবে? সেই প্রশ্ন অনুরাগীদের মনে।