খুব অল্প সময়ের মধ্যেই স্টুডিয়োপাড়ায় নিজের জমি শক্ত করেছেন অভিনেত্রী। ছোট পর্দা, বড় পর্দা— দুই মাধ্যমেই চুটিয়ে কাজ করছেন। তাঁর চোখ, হাসিতে মগ্ন বহু পুরুষের হৃদয়। কিন্তু অভিনয় জীবনের শুরুতেই বিতর্কে জড়িয়ে ছিলেন তিনি, জানেন না অনেকেই। টলিপাড়ায় ফিসফাস পরিচালকের সঙ্গে নাকি ‘নিষিদ্ধ’ সম্পর্কে জড়িয়েছিলেন নায়িকা। সে জন্য ভোগান্তিও কম হয়নি।
শোনা যায়, জীবনের প্রথম পরিচালকের সঙ্গে সম্পর্কের জেরে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন নায়িকা। সে সময় এ বিষয় নিয়ে আলোচনা হয়েছিল বিস্তর। বহু দিন হাতে কাজ ছিল না অভিনেত্রীর। তবে এখন সে সব অতীত। এখন নায়িকা টলিপাড়ায় প্রায় প্রত্যেকের প্রিয় পাত্রী।
অভিনেত্রীর সম্পর্কের কথা প্রকাশ্যে আসার পর নাকি তীব্র অশান্তি করেছিলেন সেই পরিচালকের স্ত্রী। শেষ পর্যন্ত ছোট পর্দায় অভিনেত্রীকে নিষিদ্ধও করা হয়েছিল। এখন আর সে সবের ধার ধারেন না নায়িকা। হাতে একগুচ্ছ কাজ। তাঁর সময় পাওয়া কঠিন। টলিপাড়ার অন্দরে কখন যে কী ঘটে তার যে সব সময় হদিস পাওয়া যায় তা নয়। তবে বিতর্কিত অতীত কাটিয়ে নায়িকা এখন ভালই আছেন।