ঝিল্লি আর ঋষির কাহিনি প্রথম থেকে যে ভাবে শুরু হয়েছিল, তা মোড় নিয়েছে অন্য দিকে। কাছাকাছি এসেছে নায়ক-নায়িকা। ‘তেঁতুলপাতা’ ধারাবাহিকে আপাতত তাদের প্রেম কাহিনিতে মজেছেন দর্শক। এরই মাঝে ছন্দপতনের আশঙ্কা! শোনা যাচ্ছে, আর খুব বেশি দিন নেই। তিন-চার দিনের মধ্যেই নাকি শেষ দিনের শুটিং হয়ে যাবে এই ধারাবাহিকের।
ইতিমধ্যে ধারাবাহিকটির কাহিনি দেখে অনেকেই আন্দাজ করেছেন, এ বার শেষের পথে ‘তেঁতুলপাতা’। এক অসমর্থিত সূত্রের দাবি, শীঘ্রই শেষ হবে এই কাহিনি। তবে ধারাবাহিকের সদস্য বা চ্যানেল কর্তৃপক্ষের তরফে এখনও আনুষ্ঠানিক ভাবে কোনও ঘোষণা করা হয়নি। যদিও, আজকাল বেশির ভাগ ধারাবাহিকের মেয়াদ তিন থেকে আট মাস। খুব স্বল্প সময়ে শেষ হয়ে যাচ্ছে কাহিনিগুলি। ২০২৪-এর জুলাইয়ের শেষের দিকে শুরু হয়েছিল ‘তেঁতুলপাতা’। সেই ধারাবাহিকও যে এক বছর ঘুরতে না ঘুরতেই শেষ হয়ে যাবে, তা আশা করেননি অনেকেই।
শোনা যাচ্ছে, এই ধারাবাহিক শেষ হওয়ার আগেই নতুন কাজের সুযোগ আসতে শুরু করেছে গৌরবের কাছে। স্টুডিয়োপাড়ার ফিসফাস, লীনা গঙ্গোপাধ্যায়ের আগামী ধারাবাহিকের জন্য ফোন গিয়েছিল নায়কের কাছে। মধুমিতা সরকারের বিপরীতে তাঁকে দেখা যাবে বলে অনেকেই ধরে নিয়েছিলেন। তবে এখন শোনা যাচ্ছে তেমনটা হচ্ছে না। প্রথমে গৌরবকে ভাবা হলেও, নতুন ধারাবাহিকে নাকি মুখ্য চরিত্রে দেখা যাবে অভিনেতা শন বন্দ্যোপাধ্যায়কে। তাঁকে এর আগে দর্শক দেখেছেন ‘রোশনাই’ ধারাবাহিকে। ‘তেঁতুলপাতা’র কাহিনি শেষ হওয়ার পরে তা হলে কোন নতুন গল্পে দেখা যাবে গৌরবকে? সেই প্রশ্ন অবশ্য এখনও অধরা।