Advertisement
E-Paper

আলাদা হয়েছে বাড়ি! মুম্বইয়ে যশের পিছনে গুপ্তচর লাগিয়েছিলেন নুসরত জাহান?

আলোচনার কেন্দ্রবিন্দুতে নুসরত জাহান এবং যশ দাশগুপ্ত। শোনা যাচ্ছে সম্পর্ক মো়ড় নিয়েছে অন্য দিকে। টলিপাড়ার অন্দরের গুঞ্জন তাঁরা নাকি আলাদা থাকছেন।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ মে ২০২৫ ০৯:০৯
ডিসেম্বর থেকে একসঙ্গে থাকছেন না যশ-নুসরত?

ডিসেম্বর থেকে একসঙ্গে থাকছেন না যশ-নুসরত? ছবি: সংগৃহীত।

একের পর এক ইঙ্গিতপূর্ণ পোস্ট করেই চলেছেন তাঁরা। আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে নুসরত জাহান এবং যশ দাশগুপ্ত। তাঁদের সম্পর্ক তৈরির সময়ও হয়েছিল বিপুল আলোচনা। তেমনই এখন যুগলের বিচ্ছেদ প্রসঙ্গে সরগরম টলিপাড়া। নায়ক-নায়িকার ইনস্টাগ্রাম পোস্ট থেকেই মিলেছিল আভাস। বড় ছেলেকে নিয়ে তাইল্যান্ড ঘুরতে যাওয়ার ছবি পোস্ট করেছিলেন যশ। অন্য দিকে নুসরত ঈশানকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন উত্তরবঙ্গ। সেখান থেকেই দুইয়ে দুইয়ে চার করেছেন সবাই। তবে যশ-নুসরত চুপ।

তাঁরা একের পর এক ইনস্টাগ্রাম স্টোরি পোস্ট করে যাচ্ছেন। এরই মাঝে নতুন গুঞ্জন। শোনা যাচ্ছে, গত ডিসেম্বর থেকে নাকি এক বাড়িতে থাকছেন না তাঁরা। কাজের জন্য নাকি একসঙ্গে সময় কাটানো। বাকি সময় নাকি আলাদা আলাদাই থাকছেন তাঁরা।

শোনা যাচ্ছে, নায়কের প্রাক্তনকে কেন্দ্র করেই যত সমস্যার সূত্রপাত। সেখান থেকেই তাঁদের মধ্যে অশান্তি শুরু হয়েছে। যশ নাকি তাঁর পুরনো আবাসনেই ফিরে গিয়েছেন। আর নুসরত থাকছেন তাঁর পাম আভিনিউয়ের বাড়িতে। কিছু দিন আগে এ প্রসঙ্গে অবশ্য যশ জানিয়েছিলেন সবটাই রটনা। কিন্তু তাঁদের ঘনিষ্ঠসূত্র বলছে, কোনও কিছুই রটনা নয়। যশের মুম্বইয়ে থাকাকালীন নায়কের পিছনে নাকি গুপ্তচরও লাগিয়েছিলেন নুসরত। সেখান থেকেই সব সন্দেহের শুরু। একসঙ্গে থাকার জন্য নায়িকা নাকি বেশ কিছু শর্ত দিয়েছেন। তা নাকি যশ মানতে নারাজ। কিন্তু আদৌ কি তাঁরা আলাদা হয়েছেন নাকি এ সামান্যই মনোমালিন্য, সেই উত্তর অধরা। প্রসঙ্গত, এই বিষয়ে আনন্দবাজার ডট কমের তরফে যশ এবং নুসরতের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁদের তরফে কোনও উত্তর মেলেনি।

Tollywood Actress Nusrat Jahan Yash Dasgupta
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy