ইদানীং কোনও ধারাবাহিকই যে খুব বেশি দিন সম্প্রচারিত হচ্ছে তেমনটা নয়। কোনও ধারাবাহিকের মেয়াদ ছ’মাস তো কোনও ধারাবাহিক শেষ হয়ে যাচ্ছে মাত্র দু’মাসেই। তার মাঝেই কেল্লাফতে ‘অনুরাগের ছোঁয়া’ আর ‘জগদ্ধাত্রী’র। এরই মাঝে টেলিপাড়ায় নতুন গুঞ্জন। শোনা যাচ্ছে মাত্র দু’মাসের মাথায়ই বন্ধ হচ্ছে ‘দুগ্গামণি ও বাঘমামা’ ধারাবাহিকটি। টিআরপি নম্বর বলছে গল্পের স্বাদ অন্য রকম হলেও দর্শকের নাকি সে ভাবে মনে ধরছে না। মাত্র দু’মাস হয়েছে শুরু হয়েছে এই ধারাবাহিক। শাশুড়ি-বৌমার কোন্দল নয়, একটু অন্য ভাবে গল্প বুনেছিলেন পরিচালক। প্রথমের দিকে টিআরপি নম্বরও উপরের দিকেই। কিন্তু গত দু’সপ্তাহে প্রথম দশে দেখা যায়নি এই ধারাবাহিকের নাম। সেই জন্যই নাকি চ্যানেল নির্মাতারা সিদ্ধান্ত নিয়েছিলেন এই ধারাবাহিক শেষ করে দেওয়ার।
কিন্তু সূত্র বলছে এমনটা হচ্ছে না। প্রথমে নাকি বন্ধ করে দেওয়ার কথা হয়েছিল। কিন্তু সেই সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে। ফলে এখনই নাকি ‘দুগ্গামণি ও বাঘমামা’ ধারাবাহিকটি শেষ হচ্ছে না। তাই আপাতত এই আলোচনা বন্ধ হওয়াই ভাল।
তবে চ্যানেল কর্তৃপক্ষ এ বিষয়ে কোনও কথাই বলতে চাননি। এই ধারাবাহিকের মাধ্যমেই বহু দিন পরে মুখ্য চরিত্রে দর্শক দেখছেন অভিনেতা রাহুল দেব বসুকে। অভিনেতা সৌম্য বন্দ্যোপাধ্যায়ও এসেছেন নতুন চরিত্রে। ফলে গল্প মোড় নিয়েছে অন্য দিকে। সুতরাং, কাহিনিকে আরও নতুন ভাবে সাজানোর প্রস্তুতি নিচ্ছে চ্যানেল। তাই প্রাথমিক ভাবে শোনা গেলেও এখনই নাকি বন্ধ হচ্ছে না এই ধারাবাহিক।