ভেজা দিনেও আগুন জ্বালাতে জানেন শ্রীলেখা মিত্র। চুলে লেয়ার্সের ঢেউ। বাহুতে ধরা দিয়েছেন সঙ্গী। দুজনেই রংমিলন্তি। দু’জনের পোশাকই সাদা। বহু দিন ধরেই ফিটনেস প্রশিক্ষক ত্র্যম্বককে নিয়ে ফিসফিস গুনগুন শোনা যাচ্ছিল। এ বার তাঁকে নিয়ে সরাসরি নেটমাধ্যমে অভিনেত্রী। বিশেষ ভঙ্গিতে কয়েকটি ছবি দিতেই ভাইরাল তাঁরা! সঙ্গে শ্রীলেখার নিজেকে নিয়ে সরস মন্তব্য, ‘আপনাদের চিন্তা-ভাবনা উদ্দীপিত করতে!’
ইদানীং বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত, অভিনেত্রী নাকি তাঁর থেকে বয়সে ছোটদের নিয়ে আগ্রহী। রটনা তা হলে ঘটনা? জানতে চেয়েছিল আনন্দবাজার অনলাইন। শ্রীলেখার বললেন, ‘‘নায়ক-নায়িকা, পরিচালক-নায়িকা, প্রযোজক-নায়িকার প্যাকেজ মেলে। আমার তো তেমন কিছুই কোনও দিন হল না। তাই একটি প্যাকেজ বানানোর চেষ্টা। বাকিটা অনুরাগীরা কল্পনার রং মেশাবেন।’’