Advertisement
E-Paper

‘মায়ের মৃত্যুর পর ফিল্মই আমাকে বাঁচিয়ে দিয়েছে’ বলছেন শ্রীদেবীকন্যা

মায়ের মৃত্যুর পরের ক’মাসের কথাগুলো এত দিন মিডিয়ার কাছে শেয়ার করেননি শ্রীদেবীর মেয়ে জাহ্নবী। তবে এই প্রথম মন খুলে তিনি কথা বলেছেন।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ জুন ২০১৮ ১২:৩৭
মায়ের মৃত্যুর কয়েক সপ্তাহের মধ্যেই শুটিং ফ্লোরে ফিরে গিয়েছিলেন জাহ্নবী।

মায়ের মৃত্যুর কয়েক সপ্তাহের মধ্যেই শুটিং ফ্লোরে ফিরে গিয়েছিলেন জাহ্নবী।

আর মাত্র মাসখানেকের অপেক্ষা। তার পরই প্রথম ফিল্মের প্রিমিয়ার। বলিউডের অনেকেই অপেক্ষায় রয়েছেন। অপেক্ষায় জাহ্নবী কপূরও। গত কয়েকটা মাস যে ভাবে কেটেছে, তা একমাত্র তিনিই জানেন। মাস চারেক আগে মায়ের মৃত্যুতে জীবনটা যেন এক লহমায় ওলটপালট হয়ে গিয়েছিল। সেই শোক কাটিয়ে শুটিং ফ্লোরে পা রেখেছিলেন। তার পর থেকে অপেক্ষা শুধু ২০ জুলাইয়ের। সে দিনই আলো দেখছে তাঁর ডেবিউ ফিল্ম ‘ধড়ক’।

মায়ের মৃত্যুর পরের ক’মাসের কথাগুলো এত দিন মিডিয়ার কাছে শেয়ার করেননি শ্রীদেবীর মেয়ে জাহ্নবী। তবে এই প্রথম মন খুলে তিনি কথা বলেছেন। একটি সর্বভারতীয় পত্রিকায় একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন, মায়ের মৃত্যুর পর কী ভাবে কেটেছে তাঁর। জানিয়েছেন, কী ভাবে ফিল্মের সঙ্গেই দিন শুরু আর শেষ হতো তাঁদের। ফিল্ম ছাড়া যেন কোনও কিছুই ভাবতে পারতেন না বনি আর শ্রীদেবী। আর জানিয়েছেন, মায়ের মৃত্যুর পর ফিল্মের কাজটা না থাকলে হয়তো বেঁচে থাকতে পারতেন না।

গত ২০ ফেব্রুয়ারি দুবাইয়ের এক হোটেলে অস্বাভাবিক মৃত্যু হয় শ্রীদেবীর। ‘ধড়ক’ তখন শুটিং ফ্লোরে। ঘটনার শোক কাটিয়ে উঠতে সময় লেগেছিল। তবে সেই শোক সরিয়ে মায়ের মৃত্যুর কয়েক সপ্তাহের মধ্যেই শুটিং ফ্লোরে ফিরে গিয়েছিলেন। যা দেখে তারিফ করেছিলেন ফিল্মের পরিচালক শশাঙ্ক খৈতান। বলেছেন, “সে সময় যতটা পারতাম সেটের পরিবেশটাকে স্বাভাবিক রাখার চেষ্টা করতাম আমরা। বেশি সহানুভূতির জানানোর চেষ্টা করা হলে তা জাহ্নবীর পক্ষে হিতে বিপরীত হতো। কী হয়ে গিয়েছে তা না ভেবে শুধুমাত্র কাজের দিকে ফোকাস করতাম। জানতাম, সময় সব কিছু ভুলিয়ে দেবে। তবে ওঁর সাহসকে কুর্নিশ জানাই।”

আরও পড়ুন
“প্রথমবারের জন্য টের পেলাম স্বাধীনতা আসলে কী?”

‘ধড়ক’-এর পরিচালক শশাঙ্ক খৈতানও জাহ্নবীর প্রশংসায় পঞ্চমুখ।

আর জাহ্নবী নিজে কী বলেন?

“ব্যাপারটা অতটা সহজ ছিল না। তবে পরিবারের পাশাপাশি কাজের মধ্যে থাকায় এগিয়ে চলার শক্তি পেয়েছি। ধড়কের শুটিং ফ্লোরে যদি ফিরে না আসতাম বা অভিনয় না করতে পারতাম তবে হয়তো আমার পক্ষে খুবই কষ্টের হতো। আমার মনে হয়, ফিল্মের কাজ থাকায় বা অভিনয় করাটাই আমাকে অনেক ভাবেই বাঁচিয়ে দিয়েছে।”

আরও পড়ুন
‘সঞ্জু’তে অভিনয় করতে চাননি রণবীর! কিন্তু কেন?

ফিল্মের অভিনয় নিয়ে তাঁর উৎসাহের কথাও জানিয়েছেন জাহ্নবী। কথা বলতে বলতে ফিরে গিয়েছেন ছোটবেলায়। মা-বাবা-বোনের সঙ্গে আউটিং হোক বা শপিং— সবেতেই জুড়ে থাকত সিনেমার গল্প। তবে কি ছোট থেকেই মায়ের মতো অভিনেতা হওয়ার কথা ভাবতেন? জাহ্নবী বলেন, “আমি জানি না, অভিনয় করব বলে ভাবতাম কি না, তবে ফিল্মের দিকে বরাবরই একটা ঝোঁক ছিল। আর বাড়ির পরিবেশটাই তেমনই ছিল। আমাদের মধ্যে শুধুমাত্র সিনেমা নিয়েই আলোচনা চলত। সে বাড়িতে বসে থাকলেও সিনেমা নিয়ে কথাবার্তা আবার একসঙ্গে বেড়াতে গেলেও সিনেমাই দেখতে যেতাম আমরা।” আর শ্রীদেবীর মেয়ের প্রথম ফিল্মের অভিজ্ঞতা কেমন? জাহ্নবী কথায়, “মনে হয় যেন আমার স্বপ্ন সত্যি হয়েছে। ‘ধড়ক’-এ অভিনয় করাটা এখনও বিশ্বাসই করতে পারছি না।”

ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

Celebrities Janhvi Kapoor Sridevi Bollywood Dhadak Movie
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy