বিয়ের দিন যতটাই গুটিয়ে ছিলেন রিসেপশনে ততটাই ফুরফুরে অনির্বাণ ভট্টাচার্য। অভিনেতার ‘কেয়ারফ্রিনেস’ দ্বিগুণ সস্ত্রীক সৃজিত মুখোপাধ্যায় পা রাখতেই। ব্যাকগ্রাউন্ডে তখন ‘টুম্পা’ গান বাজছে। এক গাল হাসি অভিনেতার মুখে। গানের তালে মাথাও দুলছে অল্প। মুড বুঝে সঙ্গে সঙ্গে রুদ্রনীল ঘোষকে ডেকে নিয়ে অনির্বাণের গলা জড়িয়ে নেচে ওঠেন সৃজিত।
উল্লাস ছড়িয়ে পড়ে সল্টলেকের ন্যাশনাল মাইম ইনস্টিটিউটে। অনির্বাণ-সৃজিতের যুগলবন্দি দেখতে সামাজিক পাতায় হুমড়ি খেয়ে পড়েছেন ৪০ হাজারের উপর ভিউয়ার্স।
অভিনেতার চাপা খুশি দেখে রীতিমতো রসিকতা করে ওঠেন ‘মেন্টর’, ‘ওহ! খুব বাজাচ্ছ মনে হচ্ছে...!’ শুনে হইহই করে ওঠেন বাকিরাও। অনির্বাণ ততক্ষণে ট্যুইস্টে মজেছেন।