Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Srijit Mukherji

ডাবিংয়ের কাজ শেষ, মুক্তির অপেক্ষায় সৃজিতের বেগম জান

২০১৫-র অক্টোবরে ছবিটি মুক্তির পর বেশ আলোচনা হয়েছিল দুই বাংলাতেই। বক্স অফিসে আহামরি আয় না দিলেও ছবিটি নজর কেড়েছিল ফিল্ম সমালোচকদের। হ্যাঁ, সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘রাজকাহিনী’র কথা বলছি। দেশের বিনোদন জগতের নানা মহলেই বেশ প্রশংসা কুড়িয়েছিল এই ছবিটি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০১৬ ১৪:৫১
Share: Save:

২০১৫-র অক্টোবরে ছবিটি মুক্তির পর বেশ আলোচনা হয়েছিল দুই বাংলাতেই। বক্স অফিসে আহামরি আয় না দিলেও ছবিটি নজর কেড়েছিল ফিল্ম সমালোচকদের। হ্যাঁ, সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘রাজকাহিনী’র কথা বলছি। দেশের বিনোদন জগতের নানা মহলেই বেশ প্রশংসা কুড়িয়েছিল এই ছবিটি। ‘রাজকাহিনী’ অবলম্বনেই হিন্দিতে ‘বেগম জান’-এর শুটিং শুরু করেন সৃজিত। ছবিটি প্রযোজনার দায়িত্ব নেন মহেশ ভট্ট আর মুকেশ ভট্ট। ছবিটিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে বিদ্যা বালন আর নাসিরুদ্দিন শাহকে। এ খবর অবশ্য এত দিনে আমরা অনেকেই জানি। কিন্তু ‘বেগম জান’-এর একটা খবর খুব সম্প্রতি জানিয়েছেন খোদ ছবির পরিচালক।

‘বেগম জান’ ছবির ডাবিংয়ের কাজ সদ্য শেষ হয়েছে। শেষ দিনে ডাবিংয়ের কাজে স্টুডিওয় হাজির ছিলেন নাসিরুদ্দিন শাহ। তাঁকে সঙ্গে নিয়েই একটি ছবি নিজের টুইটার হ্যান্ডেলে পোস্ট করে এ খবর জানিয়েছেন সৃজিত। আগামী ৬ জানুয়ারি মুক্তি পাবে ছবিটি।

আরও পড়ুন: সলমনকে 'দঙ্গল' দেখানোর জন্য মুখিয়ে রয়েছেন আমির

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Srijit Mukherji Begum Jaan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE