Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Srijit Mukherjee

বড়দিনে আয়রাকে 'কাকাবাবুর প্রত্যাবর্তন' উপহার দিচ্ছেন সৃজিত

'মিশর রহস্য', 'ইয়েতি অভিযান'-এর পর এটা সৃজিত মুখোপাধ্যায়ের কাকাবাবু সিরিজের এটি তৃতীয় ছবি। 

আয়রা এবং সৃজিত।

আয়রা এবং সৃজিত।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২০ ১৬:০২
Share: Save:

মরুভুমি, পাহাড় পেরিয়ে কাকাবাবু এ বার জঙ্গলে। বড় দিনের বড় ছবি হয়ে আসছে 'কাকাবাবুর প্রত্যাবর্তন'।

কেমন লাগছে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের? বললেন সৃজিত, ‘‘ কাকাবাবু ট্রিলজির শেষ ইনস্টলমেন্ট। ২০১৩ থেকে ২০২০-- ৭ বছর ধরে কাকাবাবু নিয়ে প্রচুর স্মৃতি আমার। দেশের বাইরে কত ঘোরার অভিজ্ঞতা! সে মিশর হোক আর কেনিয়া। বিশেষ করে ছোটদের জন্য বানানো ছবির নিরিখে কাকাবাবু আমার কাছে খুব স্পেশাল।’’

ক্রিসমাসে আয়রার জন্য কি তবে ‘কাকাবাবু’-ই বিশেষ উপহার? প্রশ্নে সম্মতির হাসি সৃজিতের।

সুনীল গঙ্গোপাধ্যায়ের কাকাবাবু সিরিজের উপন্যাস ‘জঙ্গলের মধ্যে এক হোটেল’ অবলম্বনে তৈরি হয়েছে এই ছবির চিত্রনাট্য। এই ছবির প্রেক্ষাপট কেনিয়া। সন্তুকে নিয়ে সেখানে বেড়াতে যান কাকাবাবু। নাইরোবি শহরে ঘোরার সময় কাকাবাবুকে খুনের হুমকি দেওয়া হয়। কাকাবাবুকে আমন্ত্রণ জানানো হয় মাসাইমারার গভীর জঙ্গলে! জঙ্গলের রোমহর্ষক অভিযান নিয়েই এই ছবির নির্মাণ।

#ChristmaseKakababu

A post shared by Srijit Mukherji (@srijitmukherji) on

A post shared by Srijit Mukherji (@srijitmukherji) on

আরও পড়ুন: শ্রীদেবীর সঙ্গে অভিনয় করতে ভয় পেতেন সলমন, ফাঁস করলেন সত্যি কথা

‘মিশর রহস্য’, ‘ইয়েতি অভিযান’-এর পর এটা সৃজিত মুখোপাধ্যায়ের কাকাবাবু সিরিজের এটি তৃতীয় ছবি।

ছবির প্রযোজনা সংস্থা এসভিএফ-এর তরফে বৃহস্পতিবার ছবির পোস্টারও প্রকাশ্যে আনা হয়েছে। ক্যাপশনে লেখা হয়েছে, ‘এই বড়দিনে আফ্রিকার রাজাকে টেক্কা দিতে আসছে আমাদের রাজা রায়চৌধুরী’।

আরও পড়ুন: যতক্ষণ লাল বসনে থাকি ততক্ষণ তারা মা ছাড়া কিচ্ছু জানি না, চিনি না

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Srijit Mukherjee Kakababur Protyaborton Tollywood
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন
Advertisement

Share this article

CLOSE