অশ্লীল মন্তব্যের জন্য জেরবার অবস্থা রণবীর ইলাহাবাদিয়ার। ইউটিউবার হিসাবে বেশ জনপ্রিয় তিনি। প্রায়ই তাঁর অনুষ্ঠানের বিভিন্ন অংশ সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ত। কিন্তু বিপত্তি শুরু হল ‘ইন্ডিয়া’জ় গট ল্যাটেন্ট’ অনুষ্ঠানে গিয়েই। মুহূর্তে ধুলোয় মিশে গেল তাঁর খ্যাতি। একটি মন্তব্যের জন্য বিতর্কে পড়েছেন রণবীর। তার পর প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন রণবীর। কিন্তু তবুও থামেনি কটাক্ষের ঝড়। উল্টে দ্রুত ক্ষমা চাওয়ার জন্যই এ বার রণবীরকে নিয়ে মশকরা করলেন আর এক কৌতুকশিল্পী গৌরব কপূর।
‘ইন্ডিয়া’জ় গট ল্যাটেন্ট’ অনুষ্ঠানে রণবীর এক প্রতিযোগীকে বলে বসেন, “বাবা-মাকে সঙ্গম করতে দেখবে, না কি নিজেও এক বার যোগ দিয়ে তাঁদের সঙ্গম স্থায়ী ভাবে বন্ধ করতে উদ্যত হবে?” এই মন্তব্যের কারণেই বিতর্কের সূত্রপাত। যদিও সমাজমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করে ইউটিউবার জানিয়েছেন, ‘কমেডি’ তাঁর বিষয়ই নয়। স্বপক্ষে কোনও যুক্তি না দিয়েই ক্ষমা চেয়েছেন তিনি।
এত দ্রুত ক্ষমা চাওয়ার জন্যই তির্যক মন্তব্য ছুটে এল রণবীরের দিকে। গৌরব ব্যঙ্গ করে বলেছেন, “রণবীর ভাই ১২টার সময় বিতর্ক তৈরি করল। আর ২টোর সময় ক্ষমা চেয়ে নিল? মাত্র ২ ঘণ্টার মধ্যে? এত দ্রুত তো আমি আমার বাবার কাছেও ক্ষমা চাই না।” এখানেই শেষ নয়। মশকরা করতে গিয়ে অপশব্দ ব্যবহার করে গৌরব বলেন, “আরে একটু অপেক্ষা করে যাও। আইনজীবীকে একটু টাকাপয়সা দাও। আইনজীবীর সঙ্গে একটু কথা বলে সিদ্ধান্ত নাও, কী বলবে।”