‘রং দে বসন্তী’ ছবিতে আমিরের বিপরীতে অভিনয় করা সু-কে মনে আছে? যিনি ব্রিটেন থেকে এসেছিলেন তাঁর দাদুর ডাইরি হাতে নিয়ে। তাঁর দাদু জেম্স ম্যাকিনলে ব্রিটিশ আমলে ভারতে পুলিশ আধিকারিক ছিলেন। সু, বিংশ শতাব্দীতে দিল্লিতে এসেছিলেন নিজের গবেষণার কাজে। পাকেচক্রে এখানকার কয়েকজন যুবকের লড়াইয়ে সামিল হয়ে যান। সেই সু, যাঁর আসল নাম অ্যালিস প্যাটেনের পরিচয় সম্প্রতি সামনে এসেছে।
অ্যালিসের বাবা ক্রিস প্যাটেন সম্প্রতি এক টিভি চ্যানেলে একটি সাক্ষাত্কার দিয়েছেন। সেখানে হংকংয়ের সাম্প্রতিক আন্দোলন নিয়ে মুখ খোলেন। আসলে ক্রিস প্যাটেন হংকংয়ের শেষ ব্রিটিশ গভর্নরের দায়িত্ব পালন করেন।
২০০৬ সালে ওমপ্রকাশ মেহেরার রং দে বসন্তী বক্স অফিসে ভাল ব্যবসা করে। আমির, মাধবন, শরমন যোশি, কুণাল কাপুর, সিদ্ধার্থ নারায়ণ, সোহা আলি খান-সহ প্রত্যেকের অভিনয় প্রশংসা কুড়ায়। নজর কেড়েছিলেন অ্যালিসও। ওই পর্যন্তই, তখনও সাধারণ দর্শকরা তাঁর আসল পরিচয় জানতেন না।