Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

২৯ জানুয়ারি ২০২২ ই-পেপার

স্পেনে শাহরুখ, ভাইরাল সুহানার ছবি

দীর্ঘদিন আনন্দ এল রাইয়ের ‘জিরো’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন শাহরুখ। ফলে বেশ কিছুদিন ধরেই পরিবারের সঙ্গে ছুটি কাটানোটা তাঁর কাছে গুরুত্বপূর্

নিজস্ব প্রতিবেদন
০২ জুলাই ২০১৮ ১২:৫৯
সুহানার সঙ্গে কে? ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

সুহানার সঙ্গে কে? ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

শাহরুখ খানের তিন সন্তানই জনপ্রিয়। কখনও আব্রামের খুনসুটি, কখনও আরিয়ানের প্রেম বা সুহানার ফ্যাশন স্টেটমেন্ট উঠে আসে শিরোনামে। এ বার সুহানার চুমুর ছবি প্রকাশ্যে এল।

কিন্তু কাকে চুমু খেলেন সুহানা? না! এর মধ্যে কোনও গসিপ নেই। কারণ এই মুহূর্তে সপরিবার স্পেনে ছুটি কাটাচ্ছেন শাহরুখ খান। সেখানেই সুহানা চুমু খাচ্ছেন বাবাকে, এমন একটি ছবি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

দীর্ঘদিন আনন্দ এল রাইয়ের ‘জিরো’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন শাহরুখ। ফলে বেশ কিছুদিন ধরেই পরিবারের সঙ্গে ছুটি কাটানোটা তাঁর কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠছিল। শুটিং শেষ করেই সপরিবারে স্পেনে গিয়েছেন তিনি।

Advertisement

গৌরী খান পারিবারিক একটি ছবি পোস্ট করেছেন ওয়েব মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে বার্সেলোনার রাস্তায় দুই ছেলে আরিয়ান এবং আব্রামের সঙ্গে বসে রয়েছেন শাহরুখ খান। 😍😍😍😍😍😍😍 🔥 ® (__)

😍😍😍😍😍😍😍 🔥

® (__)


গৌরী খান পারিবারিক একটি ছবি পোস্ট করেছেন ওয়েব মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে বার্সেলোনার রাস্তায় দুই ছেলে আরিয়ান এবং আব্রামের সঙ্গে বসে রয়েছেন শাহরুখ খান। 😍😍😍😍😍😍😍 🔥

সব কিছু ঠিক থাকলে শাহরুখের ‘জিরো’ মুক্তি পাবে আগামী ২১ ডিসেম্বর। এই ছবিতে অনুষ্কা শর্মা এবং ক্যাটরিনা কইফের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন নায়ক। তার আগে আপাতত ছুটিতে মজে বলি বাদশা।
Tags:
Suhana Khan Shah Rukh Khanশাহরুখ খানসুহানা খান Star Kid Celebrities Bollywood

আরও পড়ুন

Advertisement