Advertisement
২৪ এপ্রিল ২০২৪

সুজনের পরিচালনায় সুমন

বেশ অনেক দিন ধরেই এই নাটকটি নিয়ে পরিকল্পনা করছিলেন সুজন। কিন্তু মুখ্য ভূমিকায় কে অভিনয় করবেন, সেই নিয়ে দ্বিধাগ্রস্ত ছিলেন তিনি। ফোনে আড্ডার মাঝে দাদাকে সেটা বলেছিলেন সুজন। তার পরেই তৈরি হয় অভিনেতা সুমনের প্রত্যাবর্তনের রাস্তা।

নাটকের মহড়ায় ব্যস্ত সুজন ও সুমন। ছবি: সুদীপ্ত চন্দ

নাটকের মহড়ায় ব্যস্ত সুজন ও সুমন। ছবি: সুদীপ্ত চন্দ

শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০১৮ ০০:০০
Share: Save:

দীর্ঘ সময় বাদে ফের থিয়েটারে অভিনেতা হিসেবে ফিরতে চলেছেন সুমন মুখোপাধ্যায়। সেই নাটকের পরিচালনা করছেন সুমনেরই ভাই সুজন মুখোপাধ্যায়। ‘ডন কিহতে’ অবলম্বনে এই নাটকটির নাম ‘ডন দ্য নাইট’। বেশ অনেক দিন ধরেই এই নাটকটি নিয়ে পরিকল্পনা করছিলেন সুজন। কিন্তু মুখ্য ভূমিকায় কে অভিনয় করবেন, সেই নিয়ে দ্বিধাগ্রস্ত ছিলেন তিনি। ফোনে আড্ডার মাঝে দাদাকে সেটা বলেছিলেন সুজন। তার পরেই তৈরি হয় অভিনেতা সুমনের প্রত্যাবর্তনের রাস্তা। এ বিষয়ে সুমন বললেন, ‘‘প্রায় ২৫ বছর পরে নাটকের অভিনয়ে ফিরছি। আমার কাজের শুরু ‘চেতনা’তে। সেই দলেই ফিরতে পেরে বেশ ভাল লাগছে। একই বিষয় নিয়ে বাবার নাটক ‘দুখী মুখী যোদ্ধা’তে ছোট চরিত্র করেছিলাম। সেই সূত্রে নাটকটির সঙ্গে আগে থেকেই আমার যোগসূত্র ছিল। তবে ডনের চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে উত্তেজিত আমি। এ বার নাটকটিকে সমকালীন প্রেক্ষাপটে তুলে ধরা হবে।’’

চলতি বছরের ২৯ এপ্রিল প্রথম বার ম়ঞ্চস্থ হবে ‘ডন দ্য নাইট’। যার মহড়া শুরু হল সোমবারই। আরও একটি চমকপ্রদ বিষয়, এই নাটককে ঘিরেই এক মঞ্চে একত্রিত হতে চলেছে মুখোপাধ্যায় পরিবারের তিন প্রজন্ম। একটি ছোট চরিত্রে অভিনয় করবেন অরুণ মুখোপাধ্যায়। আর এই মিউজিক্যাল নাটকটিতে সুজনের পুত্র দায়াদ প্রথম বার থিয়েটারে গিটার বাজাবেন। সেই দিক থেকে একে পারিবারিক পুনর্মিলনও বলা যায়। নাটকটিতে স্যাঞ্চো পানসার চরিত্রে অভিনয় করবেন কাঞ্চন মল্লিক। প্রায় ১৫টি গান থাকছে নাটকে। মিউজিকের দায়িত্বে রয়েছেন প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়। পরিচালক সুজন জানালেন, ‘‘ডনের চরিত্রে কে অভিনয় করবে, সেই নিয়ে একটু চিন্তায় ছিলাম। দাদা সম্মতি জানানোর পরে অনেকটাই স্বস্তি বোধ করছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE