গত কয়েক মাসে তথাগত মুখোপাধ্যায় আর পায়েল দে অভিনীত ‘কোন সে আলোর স্বপ্ন নিয়ে’ ধারাবাহিকটি দর্শকের থেকে বিপুল ভালবাসা পেয়েছে। সিংহ রায় পরিবারে নানা ঘটনা লেগেই আছে। নানা ওঠা-পড়া নিয়েই এগিয়ে চলেছে এই ধারাবাহিকের গল্প। বাড়ির বড় ছেলে রুদ্র সিংহ রায় এবং তাঁর স্ত্রী আলোর সম্পর্কের টানাপড়েনের ইতি। সব মান-অভিমান দূরত্ব ঘুচিয়ে রুদ্র-আলো এখন কাছাকাছি। তাদের এই নতুন সমীকরণ দর্শকেরও বেশ পছন্দ হয়েছে।
আরও পড়ুন:
যদিও পয়লা বৈশাখ কেটে গিয়েছে বেশ অনেক দিন হল। এখন প্রায় সব ধারাবাহিকেই সব পার্বণ, অনুষ্ঠান পালন করা হয়। এই মুহূর্তে সিংহ রায় পরিবারে চলছে বৈশাখী উৎসবের আয়োজন। সেই উপলক্ষেই ‘বৈশাখী মহাপার্বন’ দেখা যাবে ধারাবাহিকের গল্পের মাঝে।নাচে-গানে-হাসি-ঠাট্টায় এক চোখ ধাঁধানো উৎসবের আসর বসতে চলেছে সিংহ রায় পরিবারে। নিমন্ত্রিতর তালিকায় ‘শোলক সারি’, ‘ভিডিও বৌমা’, ‘আকাশ কুসুম’ পরিবারের প্রায় সকল সদস্য। সবাই যে শুধু উপস্থিত থাকবেন না! তেমনটা নয়, নাচে-গানে মাতিয়ে দেবে ‘বৈশাখী মহাপার্বন’। মেলা বসবে তারকাদের।
আরও পড়ুন:
‘শোলক সারি’ থেকে শোলক (সুকন্যা চক্রবর্তী), সারি ( সুস্মিতা অধিকারী), সার্থক (ইন্দ্রনীল চট্টোপাধ্যায়) যেমন থাকছেন, তেমন ‘আকাশ কুসুম’ ধারাবাহিকের ডালি-রক্তিম (সম্রাট এবং কথা), ‘ভিডিও বৌমা’র আকাশ-মাটি (আরিয়ান এবং রিখিয়া) এবং পরিবারের অন্য সদস্যরা যেমন রিম (রিমঝিম মিত্র),আঁচল (অনন্যা), মেহুলি (সুরঞ্জনা) এবং আরও অনেকেই উপস্থিত থাকবেন। এই বৈশাখী উৎসবে কে কী করবেন সেখানেই থাকছে চমক। কে কী ভাবে মেতে উঠবেন--রুদ্র-আলো কোন গানের সঙ্গে পা মেলাবেন, রক্তিম-আকাশ-সার্থকরাই বা কী করবেন সব নিয়ে আসছে এই বৈশাখী উৎসব।
‘বৈশাখী মহাপার্বন’-এর উপরি পাওনা হল জোজোর অনুষ্ঠান। ‘গা ছম ছম কী হয় কী হয়’ গানে আসর জমাতে দেখা যাবে তাঁকে। কিন্তু এই উৎসব কি শুধুই নাচে-গানে-মজায় ভরে উঠবে নাকি ঘাপটি মেরে লুকিয়ে আছে কোনও অঘটনের অশুভ বার্তা? সেই উত্তর পেতে রবিবার পর্যন্ত অপেক্ষা করতেই হবে।