Advertisement
E-Paper

‘স্বামী কেরিয়ার তৈরি করবে, বাড়িতে বাচ্চা মানুষ করবে স্ত্রী’, সুনীলের এমন মন্তব্যের নেপথ্যে রয়েছে কী কারণ?

সুনীলের মতে, বিয়ে মানে দু’জনে দু’জনের দায়দায়িত্ব নেওয়া। যেখানে স্বামী কাজে বেশি ব্যস্ত থাকলে স্ত্রী সন্তানদের সামলাবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ জুলাই ২০২৫ ১৯:০৬
Suniel Shetty Says Women Must Know To Look After Kids If Husband Have Jobs

কেন এমন ভাবনা সুনীলের? ছবি: সংগৃহীত।

সদ্য দাদু হয়েছেন অভিনেতা সুনীল শেট্টি। কন্যা আথিয়া শেট্টি মা হয়েছেন। নাতনি জন্মানোর পর খুশিতে ডগমগ অভিনেতা। তার পরেই এক সাক্ষাৎকারে সুনীল যে মন্তব্য করেছেন তা মেনে নিতে পারছে না দর্শকের একাংশ। তিনি সি সেকশনকে আরামদায়ক পদ্ধতি বলে নেতিবাচক মন্তব্যের শিকার হন সমাজমাধ্যমে। এর কয়েকদিন পরেই অভিনেতা জানান, তাঁর মেয়ে বলিউড ত্যাগ করেছেন। এই মুহূর্তে সে পৃথিবীর শ্রেষ্ঠ দায়িত্ব, মায়ের কর্তব্য পালনে ব্যস্ত। এ বার সন্তান প্রসঙ্গে অভিনেতা মেয়ের সিদ্ধান্তের পাশে দাঁড়িয়ে অভিনেতা বলেন, ‘‘সন্তান মানুষ করা স্ত্রীর কর্তব্য, স্বামী কেরিয়ার তৈরি করতে ব্যস্ত থাকবেই। তাঁকে এগিয়ে দিতে হবে। আসলে আজকাল উপদেশ দেওয়ার অনেক মানুষ। কিন্তু বিয়ে টেকাতে গেলে নিজের অভিজ্ঞতা দিয়ে শিখতে হবে।’’

সুনীল এবং মানা ভিন্ন ধর্মের হওয়ার কারণে প্রথমে সুনীলের বাবা-মা তাঁদের সম্পর্ক মেনে নেননি। কিন্তু দম্পতি হাল ছাড়েননি। প্রায় ন’বছর ধরে একে অপরের সঙ্গে চুটিয়ে প্রেম করার পর তাঁরা বিয়ে করেন ১৯৯১ সালে। প্রায় ৩৫ বছরের দাম্পত্য জীবন তাঁদের। বলিউডের অন্যতম সফলতম দম্পতি জুটি তাঁরা। তবে অভিনেতার মতে, বর্তমান সময়ে বিবাহিত সম্পর্ক অনেকটা বদলে গিয়েছে। মানুষের ধৈর্য কমে গিয়েছে। সেই কারণে বিয়ে হতে না হতেই বিচ্ছেদ। সুনীলের মতে, বিয়ে মানে দু’জনে দু’জনের দায়দায়িত্ব নেওয়া। যেখানে স্বামী কাজে বেশি ব্যস্ত থাকলে স্ত্রী সন্তানদের সামলাবে। সুনীলের কথায়, ‘‘আজকাল মানুষ খুব সহজে ধৈর্য হারিয়ে ফেলছে। একটা সময়ের পরে বিয়ে কিন্তু একটা বোঝাপড়া, যেখানে একে অপরকে বুঝতে হবে, একে অপরের জন্য বাঁচতে হবে। তার পর একটা সন্তান আসে জীবনে। সে ক্ষেত্রে স্ত্রীকে বুঝতে হবে, স্বামীকে তাঁর কেরিয়ার করতে হবে। তাই সন্তানের দায়িত্ব নিতে হবে তাঁকেই।’’

Suneil Shetty Athiya Shetty KL Rahul
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy