‘আপনার কি জরায়ু আছে?’ অভিনেতা সুনীল শেট্টিকে প্রশ্নবাণে বিঁধল দর্শকের একাংশ। কেন অভিনেতার উপর এত রাগ সকলের? নাতনি জন্মানোর পর খুশিতে ডগমগ অভিনেতা। কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে সুনীল যে মন্তব্য করেছেন তা মেনে নিতে পারছে না দর্শকের একাংশ। নেতিবাচক মন্তব্যে ভরে গিয়েছে সমাজমাধ্যমের পাতা। এক জন লিখেছেন, “আপনার কি জরায়ু আছে?”অবাক এক জনের মন্তব্য, “কী করে জানলেন যে সি সেকশনের মাধ্যমে সন্তান জন্ম দিলে তা আরামদায়ক হয়?” অভিনেতার কোন মন্তব্য শুনে রেগে গিয়েছে সবাই? সম্প্রতি এক সাক্ষাৎকারে সুনীল বলেন, “এই পৃথিবীতে যখন সকলেই সি সেকশন পদ্ধতিতে আরাম করে সন্তানের জন্ম দিতে চায়, তখন আমার মেয়ে বেছে নিয়েছিল স্বাভাবিক প্রসব পদ্ধতি। আমার মনে আছে, কী ভাবে হাসপাতালে নার্স থেকে শিশুরোগ বিশেষজ্ঞ সকলেই বলেছিলেন অবিশ্বাস্য ভাবে আথিয়া পুরোটা সামলেছে। এটা বাবা হিসাবে এটা আমাকে নাড়া দিয়েছে। মনে হয়েছিল, ‘বাহ আমার মেয়ে তৈরি’।”
চলতি বছরের শুরুতেই মেয়ের জন্ম দেন অভিনত্রী আথিয়া শেট্টি। বাবার ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি প্রকাশ করে রাহুল এবং আথিয়া জানিয়েছেন তাঁদের মেয়ের নাম— ইভারা। এরই মধ্যে সমাজমাধ্যমে কটাক্ষের শিকার দাদামশাই সুনীল। ২০২৩ সালে ক্রিকেট তারকা কে.এল. রাহুলের সঙ্গে ধুমধাম করে বিয়ে দেন তিনি। সুখে সংসার করছেন আথিয়া আর রাহুল। কিন্তু প্রকাশ্যে মেয়ের প্রশংসা করেই বিপত্তিতে পড়লেন নব্বই দশকের অভিনেতা। তবে নেতিবাচক মন্তব্যের কোনও উত্তর দেননি সুনীল।