সম্পর্ক নিয়ে মুখ খুললেন সানি লিওনে। মন ভাঙারও দরকার রয়েছে বলে মনে করেন তিনি। তবে তাঁর মন্তব্য শুনে কর্ণ কুন্দ্রা দাবি করলেন, পুরুষদের ক্ষেত্রে বিষয়গুলো অন্যরকম।
একটি সাক্ষাৎকারে সানিকে প্রশ্ন করা হয়, সম্পর্কে তাঁর কখনও মন ভেঙেছে কি না। অভিনেত্রী জানান, বহু বার তাঁর মন ভেঙেছে। সেই ভাবেই তিনি খুঁজে পেয়েছেন তাঁর স্বামী ড্যানিয়েলকে। সানির কথায়, “এমনই হয়। সঠিক মানুষকে খুঁজে পাওয়ার আগে আমাদের জীবনে বহু কিছু ঘটে যায়।”
আরও পড়ুন:
মানুষকে চেনার জন্য ‘ডেট’-এ যাওয়ার প্রয়োজন রয়েছে বলে মনে করেন সানি। তিনি বলেন, “ডেট-এ গিয়ে বুঝে নেওয়াই যায়, এই মানুষটার সঙ্গে আমি আদৌ থাকতে পারব কি না। কখনও একজনের সঙ্গে দেখা করেই মানুষ বুঝে যায়, এর সঙ্গেই সারাজীবন থাকা যায়। যেমন আমার বাবা-মায়ের ক্ষেত্রে হয়েছিল। আবার অন্য দিকে আমি বহু মানুষের দেখা করেছি। তার পরে সঠিক মানুষকে পেয়েছি।”
এই শুনে কর্ণ কুন্দ্র নিজের মতামত জানান। একাধিক ব্যক্তির সঙ্গে ‘ডেট’-এ যাওয়া বিষয়টি যত সহজে মহিলারা বলতে পারেন, পুরুষেরা পারেন না। কর্ণ এমনই মনে করেন। তাঁর কথায়, “আমার ভাল লাগে, মেয়েরা কী সুন্দর স্পষ্ট বলতে পারে এ সব। কিন্তু আমি যদি বলি, আমি বাতিলের খাতায় চলে যাব।”
একবার বিশ্বাস ভাঙলে, তা আগের মতো কখনওই জোড়া লাগে না, মনে করেন কর্ণ। মনে আঘাত লাগলে তা পুরোপুরি সারেও না। তাঁর বক্তব্য, “আসলে মানুষ হিসাবে অনেকটা বদল আসে। আমার জীবনেও বার বার এমনই হয়েছে। তবে সৌভাগ্যবশত আমি এখন সঠিক জায়গায় আছি এবং জানি তেজস্বী (প্রকাশ) আমাকে সামলে রাখবে।”