সুশান্ত নেই আজ তেরো দিন। এই সত্যিটা মেনে নিয়ে তাঁর পরিবারের মানুষজনও শক্ত হওয়ার মরিয়া চেষ্টা করছেন ক্রমশ। সুশান্তের স্মৃতিকে সযত্নে লালন করতে চান তাঁরা। আর সে জন্যই তাঁরই নামে সুশান্তের পরিবারের পক্ষ থেকে গঠন করা হচ্ছে ‘সুশান্ত সিংহ রাজপুত ফাউন্ডেশন’।
তথাকথিত গডফাদার না থাকা তরুণ প্রতিভাবানদের পাশে দাঁড়াবে এই সংস্থা, সুশান্তের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে এমনটাই। তাদের তরফ থেকে আজ এক বিবৃতি প্রকাশ করা হয়, সেখানে শুধুই ঘরের ছেলের স্মৃতিচারণ। লেখা, ‘‘ওকে বেঁধে রাখা যেত না, সব ব্যাপারে ছিল এক অপার কৌতূহল, কথা বলত বেশি। স্বপ্ন দেখতে ভালবাসত, ভালবাসত সেই স্বপ্ন ছুঁয়ে দেখতে। আমাদের পরিবারের গর্ব ছিল ও...নিজের টেলিস্কোপকে খুব ভালবাসত। ওই টেলিস্কোপে চোখ লাগিয়ে তারা দেখত সুশান্ত...’’
সুশান্ত নেই, এখনও মেনে নিতে পারছেন না তাঁর পরিজনেরা। চেষ্টা করছেন। কিন্তু ওই প্রাণখোলা হাসি আর কোনওদিন শুনতে পাবেন না, তা মনে পড়তেই মুষড়ে পড়ছেন তাঁরা।