Advertisement
E-Paper

সুশান্ত-কাণ্ডে পুলিশকে যা যা জানালেন আদিত্য চোপড়া

আদিত্যের বয়ান অনুযায়ী, সুশান্তকে তাঁর সংস্থা কোনও দিনই অন্য পরিচালকের সঙ্গে কাজ করতে বারণ করেনি।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ জুলাই ২০২০ ১৭:২০
গ্রাফিক- তিয়াসা দাস।

গ্রাফিক- তিয়াসা দাস।

দু’দিন আগেই টানা চার ঘণ্টা ধরে জেরা করা হয়েছে প্রযোজনা সংস্থা যশ রাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়াকে। সেই যশ রাজ ফিল্মস, সুশান্তের মৃত্যুর পর যার দিকে সুশান্তকে অন্যায় ভাবে ছবি থেকে বাদ দেওয়া, অন্য প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করতে না দেওয়ার মতো একগুচ্ছ অভিযোগ উঠেছিল। পুলিশকে জেরায় কী জানালেন আদিত্য?

আদিত্যের বয়ান অনুযায়ী, সুশান্তকে তাঁর সংস্থা কোনও দিনই অন্য পরিচালকের সঙ্গে কাজ করতে বারণ করেনি। এ দিকে দিন কয়েক আগে পরিচালক সঞ্জয় লীলা ভন্সালী পুলিশকে জানিয়েছিলেন, যশ রাজের সঙ্গে চুক্তিবদ্ধ থাকায় তাঁর ‘রামলীলা’, ‘বাজিরাও মস্তানী’, ‘পদ্মাবত’ সমেত তিনটি ছবির অফার ফিরিয়ে দিয়েছিলেন সুশান্ত। সেই প্রসঙ্গে আদিত্যর বক্তব্য, ভন্সালী যশ রাজের ট্যালেন্ট ম্যানেজমেন্ট টিমকে এ বিষয়ে কিছুই বলেননি।

আরও পড়ুন- সুশান্তের জীবন এ বার পর্দায়, নামভূমিকায় কে জানেন?

যশ রাজ ফিল্মসের সঙ্গে মোট তিনটি ছবি করার কথা ছিল সুশান্তের। এর মধ্যে ‘শুদ্ধ দেশি রোম্যান্স’, ‘ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী’ মুক্তি পেলেও তৃতীয় ছবি ‘পানি’ আটকে যায়। পানির পরিচালক শেখর কপূর আগেই জানিয়েছিলেন সে জন্যই মনমরা হয়ে পড়েন সুশান্ত। এক দিকে ‘বাজিরাও...’-এর মতো বিগ বাজেট ছবির অফার ছেড়ে দেওয়া, অন্য দিকে ‘পানি’-ও আটকে যাওয়ায় কার্যত ভেঙে পড়েন সুশান্ত। যদিও আদিত্যর বয়ান অনুযায়ী, সুশান্তের সঙ্গে নয়, শেখর কপূরের সঙ্গে বাজেট সংক্রান্ত ঝামেলা হওয়াতেই বন্ধ হয়ে যায় ছবিটির শুটিং। শুটিং শুরুর আগে প্রি-প্রোডাকশনের জন্য সাত কোটি টাকা খরচও করেছিল তাঁর প্রযোজনা সংস্থা, এমনটাই জানিয়েছেন আদিত্য। এমনকি, শুটের আগে ওয়ার্কশপেও নিয়মিত এসেছিলেন সুশান্ত, জানা গিয়েছে তা-ও।

আদিত্যের প্রশ্ন, চুক্তিবদ্ধ থাকা অবস্থাতে যদি অন্য পরিচালকের সঙ্গে সুশান্তকে কাজ করতে বাধা দিত যশ রাজ তবে তিনি ‘ধোনি...’ করলেন কী করে? ২০১৫ সালে যশ রাজের সঙ্গে চুক্তি থেকে বেরিয়ে আসেন সুশান্ত। কিন্তু তত দিনে অনেক দেরি হয়ে গিয়েছে। হাত থেকে বেরিয়ে গিয়েছে বিগ বাজেট ছবি।

২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত ক্যাটরিনা, আদিত্য রায় কপূর অভিনীত ‘ফিতুর’-এও নেওয়ার কথা ছিল সুশান্তকে। কিন্তু সুশান্ত বাদ পড়েন শেষ মুহূর্তে। কারণ হিসেবে এত দিন বলা হচ্ছিল যশ রাজের সঙ্গে চুক্তি। তবে আদিত্য পুলিশকে বলেছেন, একদমই সত্যি নয়। সুশান্তের ওই ছবিতে কাজ না করার পিছনে ব্যক্তিগত কারণ থাকতে পারে।

আরও পড়ুন- সামাজিক দূরত্ব বোঝাতে শাহরুখের বিশেষ ‘পোজ’-এর আশ্রয় নিচ্ছে অসম?

গত ১৪ জুন বান্দ্রায় নিজের ফ্ল্যাটে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন সুশান্ত। সুশান্ত-কাণ্ডে এ পর্যন্ত মোট ৩৪ জনকে জেরা করেছে বান্দ্রা পুলিশ। এঁদের মধ্যে সুশান্তের সাইকোলজিস্ট, বাড়ির পরিচারক ছাড়াও রয়েছেন সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তী, বন্ধু মহেশ-সন্দীপ, ভন্সালী, পরিচালক আদিত্য চোপড়া-সহ ইন্ডাস্ট্রির নামীদামি লোকজন।

Sushant Singh Rajput Bollywood Suicide Murder LY Suhas Aditya Chopra Northern Alliance Sanjay Leela Bhansali Shekhar Kapoor Nepotism
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy