সুশান্তের ডাইরির পাতা থেকে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। ২০২০ -তে সুশান্ত হলিউডে অভিনয় করার প্ল্যান করছিলেন। এক বছরে ৫০ কোটি রোজগারের করবেন কী করে সেই রাস্তার কথা লিখে রেখেছিলেন অভিনেতা। ছবির কাজের পাশাপাশি ছিল ব্যবসা আর অনুষ্ঠানের প্ল্যান।
নিজেকে নিজে টার্গেট দিয়েছিলেন সুশান্ত। তাঁর ডায়েরির প্রথম পাতায় লেখা ‘আই (I)’। তিনি ভাবছেন প্রোডাকশন হাউজ তৈরি করবেন, যেখানে সবচেয়ে ভাল লেখকরা কনটেন্ট তৈরি করবে। ক্রিয়েটিভ কন্টেন্ট হাব তৈরির জায়গায় তিনি একজন লেখকের অধীনে নতুন লেখকদের নিয়ে আসবেন বলে লিখছেন। তবে শুধু ভারতের নয় বিদেশের লেখক ও পরিচালকদের নিয়েও কাজ করার পরিকল্পনা ছিল এই বছর (২০২০) থেকে। বদলে যাচ্ছে ডায়েরির পাতা। বদল হচ্ছে ভাবনায়। আজকের সময়ের কথা ভেবে প্রযুক্তি নির্ভর স্টার্ট আপ তৈরি করবেন বলে লিখছেন সুশান্ত। তাঁর ডায়েরির তৃতীয় পাতায় এই ধরনের কাজের সঙ্গে যুক্ত মানুষের সঙ্গে দেখা করার কথা, কাজ নিয়ে আলোচনা করার কথা লিখেছেন, সঙ্গে এত ধরনের কাজের জন্য ভেবেছেন লিগাল টিমের কথাও।
এই ডায়েরি লেখা ২০১৯ সালে। তিনি লস অ্যাঞ্জেলসে বাড়ি করার কথাও লিখছেন। বোঝাই যায় তিনি কোনও ভাবেই চলে যাওয়ার কথা ভাবেননি, তাঁর লেখায় নেই কোনও অবসাদের চিহ্ন! তাঁর এই বিভিন্ন ধারার কাজে কার উপর নির্ভর করতে চেয়েছিলেন তিনি?তাঁর আইনজীবী বোন প্রিয়াঙ্কা আর মেঘা মেহেতাকে এই টিমের প্রধান করতে চেয়েছিলেন সুশান্ত। বোঝা যাচ্ছে, শুধু স্বপ্ন নয়, স্বপ্নকে বাস্তবে ফেলে কাজে নামতে চেয়েছিলেন সুশান্ত!