বয়স ৪১। এখনও বহু পুরুষের হৃদয়ে তাঁর জায়গা পাকা। তিনি সুস্মিতা সেন। এখনও সিঙ্গল।
মডেলিং হোক বা অভিনয়— সাফল্য এসেছে দু’জায়গাতেই। দুই কন্যা সন্তান রেনে ও আলিশাকে দত্তক নিয়ে ‘সিঙ্গল মাদার’ হিসেবে দৃষ্টান্ত স্থাপন করেছেন বি-টাউনে। কিন্তু তিনি এখনও বিয়ে করেননি। তার কারণ কী? একাধিক বার এ প্রশ্নের মুখোমুখি হয়েছেন নায়িকা। কিন্তু কোনও না কোনও ভাবে সে জবাব এড়িয়ে গিয়েছেন। এতদিনে সত্যিটা প্রকাশ করলেন তিনি। শেয়ার করলেন সোশ্যাল ওয়ার্ল্ডে।
আরও পড়ুন, ‘রঙ্গুন’-এ আমাকে ভাল লাগবে না দর্শকদের, বিস্ফোরক কঙ্গনা